বিশ্বে মহাদেশ কয়টি ও কি কি
আপনি কি জানেন মহাদেশ কয়টি ও কী কী? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য।কারন আজকের এই পর্বে আমি মহাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো।
আজকের এই পর্বে জানতে পারবেন মহাদেশ কয়টি ও কী কী, মহাসাগর কয়টি, এশিয়া মহাদেশ কয়টি, ইউরোপ মহাদেশ কয়টি দেশ আছে, এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত, অস্ট্রেলিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত, উপ মহাদেশ কয়টি, মহাদেশ মানচিত্র, এন্টার্কটিকা মহাদেশ কয়টি দেশ আছে, মহাদেশ কাকে বলে, ৭ টি মহাদেশের নাম ইত্যাদি।
তাহলে চলুন শুরু করা যাক,
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় মহাদেশ, মহাসাগর কয়টি ইত্যাদি নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে। তাই আজকের এই পর্বে বিশ্বের মহাদেশ নিয়ে কিছু কমন প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে।
মহাদেশ কাকে বলে
পৃথিবী নামক এই গ্রহকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যথা –
- জলভাগ
- স্থলভাগ
জলভাগ হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উপরে অবস্থিত বিশাল আকৃতির পানির অংশ।
আর স্থলভাগ হছে পৃথিবী পৃষ্ঠের উপরে অবস্থিত বিশাল আকৃতির ভূখন্ড যাকে মহাদেশও বলা হয়।
মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ডসমূহকে বুঝায়। এই পৃথিবীতে যতগুলো বড় বড় দেশ বা ভূখণ্ড রয়েছে সেগুলোকে একত্রে মহাদেশ বলে। যেমন, এশিয়া মহাদেশ।
অন্যদিকে ছোট ছোট ভূখণ্ড বা দেশ নিয়ে গঠিত হলে তাকে উপমহাদেশ বলে।
মহাদেশ কয়টি ও কী কী
মহাদেশ কাকে বলে এটা তো জেনে গেলাম। এখন চলুন জেনে নেই বিশ্বে কতগুলি মহাদেশ আছে বা মহাদেশ কয়টি ও কি কি?
পৃথিবীতে ৭ টি মহাদেশ রয়েছে। যথা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা মহাদেশ।
অনেকেই অস্ট্রেলিয়াকে মহাদেশ মনে করে, যা সম্পূর্ণ ভুল। অস্ট্রেলিয়া কোনো মহাদেশ নয়, একটি দেশ কারন মহাদেশের কোনো রাজধানী হয় না, অস্ট্রেলিয়ার রাজধানী আছে।
উপরোক্ত ৭টি মহাদেশের মধ্যে আন্টার্কটিকা মহাদেশ বাদে বাকি ৬টি মহাদেশে মানুষ বসবাস করে। আন্টার্কটিকাতে মানুষ বসবাস করে না কারন সেখানে প্রচুর ঠাণ্ডা।
মহাসাগর কয়টি ও কী কী?
এই পৃথিবীতে মহাসাগর রয়েছে ৫টি। যথা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু বা উত্তর বা আর্কটিক মহাসাগর, কুমেরু বা দক্ষিণ বা এন্টার্কটিক মহাসাগর।
তবে পৃথিবীতে মূল মহাসাগর হচ্ছে ৩টি। যথা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর।
এশিয়া মহাদেশ কয়টি ও কি কি
৭টি মহাদেশের মধ্যে এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ।এটি ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত।
এশিয়া মহাদেশে সব মিলিয়ে মোট ৫০ টি দেশ রয়েছে। আর এই ৫০টি দেশ নিয়ে এশিয়া মহাদেশকে ৬টি অংশে ভাগ করা হয়েছে। যথা, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়া।
এখন চলুন জেনে নেই এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত বা এশিয়ার কোন অংশে কয়টি দেশ আছে।
১- পূর্ব এশিয়ায় ৬টি দেশ রয়েছে যথা, তাইওয়ান, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং জাপান
২- পশ্চিম এশিয়ায় সতেরোটি দেশ রয়েছে যথা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহারিন, ইরান, ইরাক, ইজরায়েল, জর্ডন, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব, ইয়েমেন
৩ – উত্তর এশিয়ায় শুধু ১টি দেশ রয়েছে যথা, রাশিয়া
৪ – দক্ষিণ এশিয়ায় আঁটটি দেশ রয়েছে যথা, মালদ্বীপ, ভূটান, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান
৫ – দক্ষিণ পূর্ব এশিয়ায় ১১ টি দেশ রয়েছে যথা, মালেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ব্রুনেই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, পূর্ব তিমুর
৬ – মধ্য এশিয়ায় পাঁচটি দেশ রয়েছে যথা, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান।
অস্ট্রেলিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত
এখন চলুন জেনে নেই অস্ট্রেলিয়া মহাদেশে কয়টি দেশ আছে বা অস্ট্রেলিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত?
অস্ট্রেলিয়া কোনো মহাদেশ নয়, এটি একটি দেশ। কারন মহাদেশের কোনো রাজধানী হয় না, অস্ট্রেলিয়ার রাজধানী আছে।
অস্ট্রেলিয়া দেশটি তাসমানিয়া এবং পাপুয়া নিউ গিনি ও দু’টি ইন্দোনেশীয় প্রদেশ নিয়ে গঠিত। আয়তনের দিক থেকে এটি ওশেনিয়া অঞ্চলের সর্ববৃহৎ এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে
ইউরোপ একটি মহাদেশ যা বৃহত্তর ইউরেশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিমের উপদ্বীপটি নিয়ে গঠিত।
ইউরোপের উত্তরে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে ভূমধ্যসাগর এবং দক্ষিণ-পূর্বে কৃষ্ণ সাগর ও সংযুক্ত জলপথ রয়েছে।
ইউরোপে মোট ৫০টি দেশ রয়েছে। এই ৫০টি দেশের মধ্যে রাশিয়া আয়তন এবং জনসংখ্যা উভয়দিক থেকেই বৃহত্তম,
অন্যদিকে ভ্যাটিকান সিটি আয়তনে ক্ষুদ্রতম।
৭৩৯–৭৪৩ মিলিয়ন জনসংখ্যা নিয়ে ইউরোপ তৃতীয় সবচেয়ে জনবহুল মহাদেশ।
উপ মহাদেশ কয়টি
ছোট ছোট ভূখণ্ড বা দেশ নিয়ে গঠিত হলে তাকে উপমহাদেশ বলে।
উইকিপিডিয়ার মতে, উপমহাদেশ বলতে একটি নিশ্চিত ভৌগোলিক এলাকা অথবা রাজনৈতিকভাবে স্বাধীন অঞ্চলকে বুঝায় যা মহাদেশের অনুরূপ।
পৃথিবীতে মোট পনেরোটি উপমহাদেশ রয়েছে।
এন্টার্কটিকা মহাদেশে কয়টি দেশ আছে
সবশেষে এখন চলুন জেনে নেই এন্টার্কটিকা মহাদেশ কয়টি দেশ আছে বা এন্টার্কটিকা মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত?
৭টি মহাদেশের মধ্যে অ্যান্টার্কটিকা হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং অ্যান্টার্কটিকা মহাদেশটি এখনও পর্যন্ত বিশ্বের সর্বনিম্ন জনবসতিপূর্ণ মহাদেশ। এটি পৃথিবীর শীতলতম, শুষ্কতম এবং সর্বাধিক ঝটিকাপূর্ণ মহাদেশ।
এই মহাদেশে কোনো দেশ নেই, সম্পূর্ণ জনমানবশুন্য। তবে কিছু দেশের অঞ্চল রয়েছে এখানে। একে ইংরেজিতে Territory বলা হয়।
আরো পড়ুনঃ
তো এই ছিলো, মহাদেশ ও মহাসাগর কয়টি, মহাদেশ কাকে বলে, ৭ টি মহাদেশের নাম ইত্যাদি নিয়ে নানান ধরনের প্রশ্নের উত্তর।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।