আপনি কি জানেন?অন্যান্য

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

আজকের এই আর্টিকেল থেকে আমরা জানবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করতে হয় বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার কি কি ইত্যাদি।

youtube থেকে ভিডিও ডাউনলোড সরাসরি করা যায় না, তারা এই সিস্টেম চালু করেনি। আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলে সেটি ইউটিউব থেকে অফলাইন সারভারে চলে যাবে, ফাইল ম্যানেজারে সেভ হবে না।

কিন্তু তারপরেও এমন কিছু সফটওয়্যার এবং এপ্স রয়েছে যেগুলো ব্যবহার করে যেকোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে। আজকে আমরা সেগুলো সম্পর্কে জানবো।

তো চলুন শুরু করা যাক,

ইউটিউব অ্যাপ ডাউনলোডিং

ইউটিউব ভিডিও ডাউনলোড করার পূর্বে চলুন জেনে নেই ইউটিউব অ্যাপ ডাউনলোডিং সিস্টেম।

ইউটিউব অ্যাপ দুইভাবে ডাউনলোড করতে পারবেন।

  1. অফিশিয়াল ওয়েবসাইট থেকে
  2. থার্ড পার্টি ওয়েবসাইট থেকে

অফিশিয়াল ওয়েবসাইট থেকে বলতে এখানে বুঝানো হয়েছে গুগল প্লে স্টোর থেকে ইউটিউব অ্যাপ ডাউনলোড করা।

গুগল প্লে স্টোর এপ্স ডাউনলোড করার একটি সুবিধা হচ্ছে, আপনি প্রতিটা এপ্স এর আপডেট বা লেটেস্ট ভার্সন পাবেন এবং কোনোরকম ভাইরাস থাকবে না সেই এপ্সগুলোতে।

সুতরাং, অফিশিয়াল ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ইউটিউব অ্যাপটি প্রথমে ডাউনলোড করে ফেলুন।

থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ইউটিউব অ্যাপ ডাউনলোড করার উপায় হচ্ছে গুগল থেকে যেকোনো একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা।

আপনি যদি গুগল সার্চ করেন তাহলে অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে অফিশিয়াল ইউটিউব অ্যাপ ডাউনলোড করতে পারবেন তবে সমস্যা হচ্ছে সেখানে আপনি আপডেট পাবেন না।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার ইন্টারনেটে অনেক রয়েছে তবে জনপ্রিয় কিছু সফটওয়্যারগুলো হচ্ছে, Freemake Video Downloader, YTD Video Downloader, Videoder , Ummy Video Downloader ইত্যাদি।

নিচে এগুলোর লিঙ্ক দেয়া হলোঃ

  1. Freemake Video Downloader
  2. YTD Video Downloader
  3. Videoder
  4. Ummy Video Downloader

এই সকল সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনি খুব সহজে যেকোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। এগুলোর মধ্যে কিছু সফটওয়্যার মোবাইলে ব্যবহার করা যায় আবার কিছু সফটওয়্যার শুধু কম্পিউটারের জন্য।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপস

আপনার যদি কম্পিউটার না থাকে, যদি নিজে স্মার্টফোন দিয়েই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান তাহলে মোবাইলে কিছু এপস রয়েছে যেগুলো ব্যবহার করতে পারেন। মোবাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপস হচ্ছে TubeMate, snaptube, videoder, vidmate ইত্যাদি।

এই এপ্সগুলো ছাড়াও আরো অনেক এপ্স গুগল প্লে স্টোরে রয়েছে তবে এগুলই সবথেকে বেশি জনপ্রিয় এবং ব্যবহার করা হয় ইউটিউব ভিডিও গান ডাউনলোড করতে

নিচে এগুলোর লিঙ্ক দেয়া হলোঃ

  1. TubeMate
  2. snap tube
  3. videoder
  4. vidmate

Snaptube

মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে SnapTube অ্যাপটি অনেক জনপ্রিয়। এই এপটি দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড নিয়ম নিচে দেয়া হলোঃ

  • প্রথমে Snaptube Official সাইট থেকে  apk টি ডাউনলোড করতে হবে
  • ডাউনলোড করার পর এ্যাপ টি ইন্সটল করুন
  • মোবাইলে এ্যাপস টি Open করুন
  • সমস্ত পারমিশন Allow করে দিন
  • এবার ইউটিউবে গিয়ে পছন্দের ভিডিওটি ওপেন করুন
  • ইউটিউব ভিডিও ওপেন করে সেটা Snaptube এ শেয়ার করে দিন
  • তারপর আপনার Mp4/Mp3 বেছে ডাউনলোড বাটনে ক্লিক করুন

Snaptube এ্যাপটির সাহায্যে শুধু ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় না, সাথে আপনি ফেসবুক, টিকটক, লাইকি, ইন্সটাগ্রামের মতো এ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Vidmate

ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ভিটমেট অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ। বর্তমানে ভিটমেট এর অসংখ্য ডুপ্লিকেট ভার্সন রয়েছে, তাই অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করা বেশ মুশকিল কাজ।

যাইহোক, চলুন জেনে নেই ভিটমেট থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়মঃ

  • প্রথমেই Vidmate Official সাইট থেকে  apk টি ডাউনলোড করতে হবে
  • ডাউনলোড করার পর এ্যাপ টি ইন্সটল করুন
  • মোবাইলে এ্যাপস টি Open করুন
  • সমস্ত পারমিশন Allow করে দিন
  • এবার ইউটিউবে গিয়ে পছন্দের ভিডিওটি ওপেন করুন
  • তারপর আপনার Mp4/Mp3 বেছে ডাউনলোড বাটনে ক্লিক করুন

ভিদমেট দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করা অনেক সহজ। তবে আপনি চাইলে ৪টির মধ্যে যেকোনো একটি ব্যবহার করে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।

ইউটিউব ভিডিও ডাউনলোড করার সাইট

শুধু মাত্র এ্যাপ বা সফটওয়্যার থেকেই যে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় তা কিন্তু নয়। বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্যবহার করে শুধুমাত্র ইউটিউব লিংক কপি করেই পছন্দের রেজুলেচন এ ভিডিও ডাউনলোড করতে পারবেন। নিচে এমন কিছু ওয়েবসাইট লিঙ্ক দেয়া হলোঃ

তো এই ছিলো, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করতে হয় বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার কি কি ইত্তাদি বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর উত্তর।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!