আপনি কি জানেন?কি কেন কিভাবে

গতি কাকে বলে কত প্রকার ও কি কি

আপনি কি জানেন গতি কাকে বলে কত প্রকার ও কি কি? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমরা গতি নিয়ে বিস্তারিত জানবো।

তো চলুন শুরু করা যাক,

আজকের এই পর্ব থেকে আপনি জানতে পারবেনঃ

  • বক্র গতি কাকে বলে
  • পরম গতি কাকে বলে
  • সরলরৈখিক গতি কাকে বলে
  • ঘূর্ণন গতি কাকে বলে

এছাড়াও আরো বর্ণনা করা হবে চলন গতি, স্পন্দন গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, দ্বিমাত্রিক গতি, আপেক্ষিক গতি, পর্যাবৃত্ত গতি এবং নিউটনের গতির সূত্র সমূহ।

গতি কাকে বলে কত প্রকার ও কি কি

পদার্থবিজ্ঞনে গতি হলো সময়ের সাথে আসমবেগের পরিবর্তনে হার। অর্থাৎ সময়ের সাথে যদি কোনো ব্যাক্তি বা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেই বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে।

গতি প্রধানত ৪ প্রকার যথা: ১. সরলরৈখিক গতি, ২. পর্যায়বৃত্ত গতি, ৩. চলন গতি এবং স্পন্দন গতি। তবে আরো গতি রয়েছে যেমন, বক্র গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি ইত্যাদি।

গাণিতিকভাবে গতিকে সাধারণত সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ এবং সময়ের সাহায্যে ব্যাখ্যা করা হয়।

মহাবিশ্বের সবকিছুই গতিশীল; যেমন— পৃথিবী নিজ অক্ষের উপর গতিশীল যা সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আবার সূর্যও তার কক্ষপথে গতিশীল।

বক্র গতি কাকে বলে

কোনো গতিশীল বস্তুর গতিপথ যদি বাঁকা হয়, বস্তু যদি বক্র পথে চলে তবে বস্তুর ওই গতিকে বক্র গতি বলে। যেমন, সাইকেলের গতি, রিক্সার গতি, মোটর গাড়ির গতি।

পরম গতি কাকে বলে

পরম গতি হচ্ছে বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয়। অর্থাৎ পুরোপুরি স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে

মহাবিশ্বে প্রায় সবকিছুই গতিশীল। পুরোপুরি স্থির একটিও নেই

সরলরৈখিক গতি কাকে বলে

সরল রৈখিক গতি হচ্ছে যে গতি সরলরেখায় চলে। অর্থাৎ বস্তু চলার পথে দিক পরিবর্তন না করলে সেই গতিকে সরল রৈখিক গতি বলা হয়। যেমন, আলোর গতি।

সরলরৈখিক গতি সবসময় একটি সরলরেখা বরাবর গতিশীল হয়

ঘূর্ণন গতি কাকে বলে

সাধারণভাবে কোন বস্তু একটি স্থির বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে সেই গতিকে ঘূর্ণন গতি বা Rotational motion বলা হয়। যেমন, পৃথিবীর আহ্নিক গতি, ঘূর্ণায়মান চাকার আবর্তন গতি, চলন্ত পাখার ব্লেডের গতি ইত্যাদি।

ঘূর্ণন গতি কোনো নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে।

চলন গতি কাকে বলে

চলন গতি হচ্ছে যে গতি সবসময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে চলে। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে।

স্পন্দন গতি কাকে বলে

কোন বস্তুর উপর প্রয়োগকৃত বল যদি তার সরণের সমানুপাতিক হয় এবং বলের দিক যদি সরণের বিপরীত দিকে হয়, তাহলে সেই বস্তু যে ধরনের গতি লাভ করে তাকে স্পন্দন গতি বলে। যেমন, দোলক।

আহ্নিক গতি কাকে বলে

পৃথিবী তার নিজ মেরু অক্ষের চারদিকে দিনে একবার ঘুরে আসার আবর্তন গতিকে আহ্নিক গতি বলে।

পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা।

গতি কাকে বলে কত প্রকার ও কি কি

বার্ষিক গতি কাকে বলে

সূর্যের মহাকর্ষ বলের আকর্ষনে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরছে।পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলা হয়। এই বার্ষিক গতি সম্পন্ন হতে পৃথিবীর সময় লাগে মোট ৩৬৫ দিন ৬ঘন্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড।

বার্ষিক গতির কারনেই পৃথিবীতে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ও ঋতু পরিবর্তন ঘটে।

আরো পড়ুনঃ

বেগ কাকে বলে, কত প্রকার ও কি কি চিত্রসহ বর্ণনা

তথ্য কি? তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য

দ্বিমাত্রিক গতি কাকে বলে

কোনো বস্তুর গতি যদি একটি সমতলে পরিবর্তন হতে পারে তবে তাকে দ্বিমাত্রিক গতি বলে। এই গতির দুটি মাত্রা থাকে এবং বস্তুর গতি দ্বিমাত্রিক বলে বিবেচনা করা হয়।

আপেক্ষিক গতি কাকে বলে

দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে। যেমন, গতিশীল ট্রেন।

এ মহাবিশ্বের গতিই আপেক্ষিক। কোনো বস্তু স্থিতিশীল অবস্থায় থাকে না।

পর্যাবৃত্ত গতি কাকে বলে

যদি কোন বস্তু তার গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দুকে চক্রাকারে বার বার অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। যেমন, ফ্যানের পাখার গতি।

পর্যায়বৃত্ত গতি একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে ঘুরে থাকে। সুতরাং, সব পর্জায়বৃত্ত গতিই ঘূর্ণন গতি।

নিউটনের গতির সূত্র সমূহ

গতি নিয়ে নিউটনের ৩টি সুত্র রয়েছে।

প্রথম সূত্র: বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে।

দ্বিতীয় সূত্র: কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে।

তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

তো এই ছিলো, গতি কাকে বলে কত প্রকার ও কি কি ইত্যাদির বিস্তারিত বর্ণনা।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!