অন্যান্য

৫০টি বাংলা নতুন ধাঁধা প্রশ্ন উত্তর সহ

আপনি কি বাংলা ধাঁধা পছন্দ করেন? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য।কারন আজকের এই পর্বে আমি ৫০টি অসাধারণ নতুন বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করবো।

তাহলে চলুন শুরু করা যাক,

বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় আমরা নানান ধরনের মজা, মাস্তি করে থাকি। আশা করি আপনিও করে থাকবেন। আর সেই মজাগুলোকে আরো উৎফুল্লময় করতে এই সকল বাংলা ধাঁধা আপনাকে সহায়তা করবে।

ধাঁধা শুধু আপনার মজাকেই আনন্দময় করে তুলবে বিষয়টা এমন না, এটা আপনার বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে দিগুন বাড়িয়ে দিবে। আজকে আমরা ৫০টি অসাধারণ নতুন বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তরসহ আলোচনা করবো।

নতুন বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তরসহ

১. যদি আপনার এক হাতে তিনটি আপেল ও চারটি কমলা এবং অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে?

উত্তরঃ বুঝতে হবে আপনার হাত অনেক বড়।

২. কি করে একটি কাচা ডিমকে না ভেংগে কংক্রিটের ফ্লোরে ফেলতে পারবেন?

উত্তরঃ আপনি যে ভাবে ইচ্ছে ফেলতে পারেন, কেননা ডিম যেভাবেই পরুক কংক্রিটের ফ্লোর কখনো ভাংবে না।

৩. শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়,
কালিদাস পন্ডিত কয়, যাহা বুঝেছ, তাহা নয়।

উত্তরঃ দরজার খিল

৪. শহর থেকে এল সাহেব কোর্ট প্যান্ট পরে,
কোর্ট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।

উত্তরঃ পেঁয়াজ

৫. ১০ জন মানুষ ১০ ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করল, ঐ দেয়ালটি চার জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে?

উত্তরঃ কোন সময়ই লাগবে না, কারণ দেয়ালটি অলরেডি তৈরি আছে।

৬. একটা ঘড়ির উপর দিয়ে একটা
ঘোড়া চলে গেল, ঘড়িটার কটা বাজবে।

উত্তরঃ বারোটা।

৭. পোলা কালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ,
বৃদ্বকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ।

উত্তরঃ বাঁশ

৮. বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে,
পানির মধ্যে ছেড়ে দিলে, ছোলা হয়ে ভাসে।

উত্তরঃ ব্যাঙ

৯. তোর দেশেতে সূর্য ওঠে সকাল বেলা ভোর বেলাতে বলতো দেহি কোন দেশেতে সূর্য ওঠে মাঝ রাতেতে।

উত্তরঃ নরওয়ে।

১০. হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে,
যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে।

উত্তরঃ মেয়েদের হাতের চুড়ী

১১. কালিদাস পন্ডিতের ফাঁকি,
আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে
কত থাকে বাকী?

উত্তরঃ কিছুই না, শূন্য

১২. শোন ভাই কালিদাসের হেয়ালীর ছন্দ,
দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ।

উত্তরঃ মশারী

১৩. আমি তুমি একজন দেখিতে এক রুপ,
আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।

উত্তরঃ নিজের ছবি

১৪. শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার।
চিতায় তারে পুড়িয়া মারে,
তবু সে উহ আহ না করে।

উত্তরঃ সিগারেট

১৫. আমি হাসাই আমি কাঁদাই, নই আমি প্রাণি।
দেখতে এসে সবাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’

উত্তর: সিনেমা বা নাটক

১৬. আমাকে না পেলে, সবাই করে হায় হায়,
ইচ্ছামতো আসি যদি, দেয় আমাকে বিদায়।’

উত্তর: পানি

১৭. কোন ফলের ফুল ফোটে কি ফোটে না,
সকালে-বিকালে কেউ তো দেখে না।’

উত্তর: ডুমুর

১৮. মধ্যখানে একটু পানি চুনকাম করা ঘর।
ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর।’

উত্তর: ডিম

১৯. উড়তে পেখম বীর, ময়ূর সে নয়।
মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়।

উত্তর: মশা

২০. আমি নিজে খাই না, আমি নিজের
মুখে অন্যকে খাওয়াই আমি কে।

উঃ চামচ।

বাংলা ধাঁধা

২১. আমি হাসাই আমি কাঁদাই নই আমি প্রাণি,
দেখতে এসে মোরে সদাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’ – কি দেখে ব্যথা ভোলে?

উত্তর: মাতা

২২. আমি যারে আনতে গেলাম, তাকে দেখে ফিরে এলাম।
সে যখন চলে গেলো, তখন তারে নিয়ে এলাম।’
– কী আনতে গিয়ে কী দেখলো?

উত্তর: বৃষ্টি ও পানি

২৩. কায়স্ত অস্ত্র ছাড়া, পাঁঠা ছাড়ল পা।
লবঙ্গে বঙ্গ ছাড়া, এনে দেব তা।’

উত্তর: কাঁঠাল

২৪. কালো মুখো পুত যার, বুকে আঘাত করে,
কিন্তু মার অভিশাপে, জ্বলে-পুড়ে মরে।’

উত্তর: দিয়াশলাই

২৫. শুঁড় দিয়ে করি কাজ নই আমি হাতি,
পরের উপকার করি তবু গাই লাথি।

উত্তর: ঢেঁকি।

২৬. আমি যাকে মামা বলি বাবাও বলে তাই,
ছেলেও তাকে মামা বলে, মাও বলে তাই।’
– কাকে সবাই মামা বলে?

উত্তর: চাঁদ

২৭. কোন জিনিসের head আছে tail
আছে কিন্তু body নেই।

উত্তর: কয়েন।

২৮. কোন সে শয়তান নাকে বসে ধরে কান

উত্তর: চশমা।

২৯. অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা ?

উত্তর: জুতো।

আরো পড়ুনঃ

৩০. আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।

উত্তর: নিজের ছবি।

৩১. আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন ,আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে।

উত্তর: উকুন।

৩২. কোন বরকে সবাই চায়।

উত্তর: খবর।

৩৩. বুদ্ধি যদি তোমার থাকে ভাই
বলো দেখি কোন সুখে সুখ নাই।

উত্তর: অসুখ।

৩৪. কোন ফুল ,ফুল নয়।

উত্তর: বিউটিফুল।

৩৫. কি টানলে ছোট হয়।

উত্তর: সিগারেট।

৩৬. কোন কার চলে না।

উত্তর: কুকার।

৩৭. জল ছাড়া নদী,পাথর ছাড়া পাহাড়
এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া
যায়।

উত্তর: একটি ম্যাপে।

৩৮. বেড়ে যদি যায় একবার, কোনো
ভাবেই কমে না।

উত্তর: বয়স।

৩৯. গরম নয় ও ঠাণ্ডা নয় কিন্তু
আমরা ফুঁ দিয়ে খাই।

উত্তর: বাদাম ভাজা।

৩০. প্রানীর জন্তু নয় পানিতে বাস করে,
হাত নেই পা নেই তবু সাঁতার কাটে।

উত্তর: নৌকা।

৪১. কোন মা ভাত দেয় না।

উত্তর: সিনেমা।

৪২. কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো।

উত্তর: বুড়ো আঙ্গুল।

৪৩. দীনেশ বাবু প্রতিদিন মুরগির সাথে
রুটি খায় তাও তিনি নিরামিষভোজি
কিভাবে?

উত্তর: মুরগি টি তার পোষা ছিল।

৪৪. আমার উপর বৃষ্টি পড়ে তবু আমি
ভিজে যাই না আমি কে।

উত্তর: জল।

৪৫. এমন কোন জিনিস যা সবার কাছে
থাকে কারোর ছোট হয়, আবার
কারোর বড়ো হয়।

উত্তর: মন।

৪৬. বুদ্ধিমান হলে বুদ্ধির দাও পরিচয়,
১+১ কখন ৩ হয়।

উত্তর: যখন কোন বাচ্চা অঙ্ক ভুল করে।

৪৭) কালিদাস পন্ডিতের ফাঁকি,

আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে

কত থাকে বাকী?

উত্তরঃ কিছুই না, শূন্য

৪৮) শোন ভাই কালিদাসের হেয়ালীর ছন্দ,

দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ।

উত্তরঃ মশারী

৪৯) শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার।

চিতায় তারে পুড়িয়া মারে,

তবু সে উহ আহ না করে।

উত্তরঃ সিগারেট

৫০) আমি তুমি একজন দেখিতে এক রুপ,

আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।

উত্তরঃ নিজের ছবি

তো এই ছিলো, ৫০টি নতুন বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ। এই বাংলা ধাঁধাগুলো আপনি বন্ধুবান্ধপদের সাথে মজা করার সময়, নিজের চিন্তাশক্তিকে আরো বৃদ্ধি করার জন্যও ব্যবহার করতে পারেন।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

বি দ্রঃ উপরোক্ত সকল ধাঁধা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহকৃত

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!