কি কেন কিভাবে

শিক্ষা কি? শিক্ষা কাকে বলে? কত প্রকার ও কি কি

আপনি কি জানেন শিক্ষা কি? শিক্ষা কাকে বলে? কত প্রকার ও কি কি? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমরা জানবো শিক্ষা কি, শারীরিক শিক্ষা কাকে বলে, শিক্ষার লক্ষ্য কি?

তো চলুন শুরু করা যাক,

শিক্ষা কি

শিক্ষা হল এমন একটি বিশেষ প্রক্রিয়া যেখানে শেখার সুবিধা বা জ্ঞান , দক্ষতা , মান , বিশ্বাস এবং অভ্যাস অর্জন করা যায়। এছাড়াও  শিক্ষা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া যেখানে সমাজের মানুষ থেকে নীতি, মূল্যবোধ, আচরণ ইত্যাদি শিখে নিজের বৃদ্ধি বিকাশ করা যায়।

শিক্ষা নিয়ে বিভিন্ন মহান ব্যক্তিরা তাদের মতামত দিয়েছেন। যেমন,

প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের ভাষায়

“শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।”

গ্রিক বিজ্ঞানী এরিস্টটল বলেন

“সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা”।

বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়

শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।

এছাড়াও অনেকেইর মতে, শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।

যাইহোক, শিক্ষা শব্দটি এসেছে ‍’শাস‘ ধাতু থেকে। যার অর্থ শাসন করা।

আর অন্যদিকে,  শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে। যার অর্থ বের করে আনা।

আবার Joseph Twadell Shipley তাঁর Dictionary of word origins এ লিখেছেন Education শব্দটি এসেছে ল্যাটিন Edex এবং Duccrduc দুটি শব্দ থেকে। যার শাব্দিক অর্থ হল যথাক্রমে বের করা বা পথ প্রদর্শন করা ।

শিক্ষা কাকে বলে

সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনের উপায় হচ্ছে শিক্ষা। অর্থাৎ কোনো বিশেষ প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশ এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা অর্জনের প্রয়োজন হয় তাকেই শিক্ষা বলা হয়।

শিক্ষার কোনো শেষ নেই। মানুষ জন্ম থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শিক্ষা অর্জন করতে থাকে। অর্থাৎ শিক্ষার শুরু হয় জন্মের পর পরিবার থেকে এবং শেষ হয় মৃত্যুর পর কবরে গিয়ে।

শিক্ষা কি

প্রচলিত একটি প্রবাদ আছেঃ- “দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর”

শিক্ষা কত প্রকার ও কি কি

শিক্ষা কি আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন জেনে নেই শিক্ষা কত প্রকার ও কি কি?

শিক্ষা প্রধানত তিন প্রকার যথা, আনুষ্ঠানিক , অনানুষ্ঠানিক এবং উপানুষ্ঠানিক। এছাড়াও অনেকের মতে,  শিক্ষা দুই প্রকার যথা, সুশিক্ষা এবং কু-শিক্ষা।

আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে যে শিক্ষা আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করি,  আর অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে যে শিক্ষা আমরা পরিবার থেকে শুরু করে সমাজ, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে অর্জন করি।

সুশিক্ষা বলতে ভালো শিক্ষাকে বোঝায়। ভালো আচরণ, ভালো চরিত্র এবং সমাজ, পরিবারের সবার সাথে ভালোভাবে চলার জন্য যে শিক্ষা অর্জন করা হয় সেটাই সুশিক্ষা।

আপনি কি জানেন?

সৌরজগতে গ্রহ কয়টি? ৮টি নাকি ১১টি (বিস্তারিত জানুন)

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়

কু-শিক্ষা বলতে খারাপ শিক্ষাকে বোঝায় যেটা সমাজ, পরিবার, দেশের জন্য অকল্যাণকর।

সুশিক্ষা, কু-শিক্ষা দুটোই সমাজ, পরিবার এবং তার পারিপার্শ্বিক পরিবেশ থেকেই পেয়ে থাকে মানুষ।

সমাজ, পরিবার, পরিবেশ যদি ভালো হয় তাহলে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। আর যদি সমাজ, পরিবার, পরিবেশ ভালো না হয় তাহলে আপনার সন্তান খারাপ দিকে ধাবিত হবে।

শিক্ষার লক্ষ্য কি

শিক্ষা হচ্ছে উপলদ্ধি৷ শিক্ষার লক্ষ্য সেই উপলদ্ধিকে বাস্তবায়ন করা।

  • শিক্ষা হচ্ছে সত্যের উপলদ্ধি। আর সেই সত্যকে সকলের মাঝে ছড়িয়ে দেয়াই উদ্দেশ্য।
  • শিক্ষা হচ্ছে পথ জয়ের উপলদ্ধি। কীভাবে জয়ী হওয়া যায় তা সকলের মাঝে ছড়িয়ে দেয়া।
  • শিক্ষা হচ্ছে সুখী হওয়ার উপলদ্ধি। কীভাবে সুখী থাকা সেই উপলদ্ধি সবার মাঝে ছড়িয়ে দেয়া।

শারীরিক শিক্ষা কাকে বলে

শারিরীক শিক্ষা বলতে শারিরীক উন্নয়ন,মানসিক বিকাশ ও গুণাবলি অর্জনকে বোঝায়। অর্থাৎ যে শিক্ষার মাধ্যমে শরীরের গাঠনিক উন্নয়ন,টিস্যুর সংযোগস্থল মজবুত, মাংসপেশী ও হাড়ের গঠনের উন্নতি সাধনের মাধ্যমে দেহের সর্বাঙ্গীয় চালন ক্ষমতাকে বৃদ্ধি করে তাকে শারিরীক শিক্ষা বলে।

ডি.কে ম্যাথিউস বলেছেন;

শারিরীক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারিরীক শিক্ষা। শিক্ষা ও শারীরিক শিক্ষা একে অপরের পরিপূরক।

শারিরীক শিক্ষায় শরীরের বিভিন্ন ব্যায়াম,খেলাধুলার ও সাস্থজনিত বিষয়ে আলোচনা করা।

তো এই ছিলো, শিক্ষা কাকে বলে, কত প্রকার ও কি কি, শিক্ষা কি, শারীরিক শিক্ষা কাকে বলে, শিক্ষার লক্ষ্য কি?।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!