sim offer

কম টাকায় রবি বন্ধ সিম অফার 2022

আপনি কি রবি সিম বাবহারকারি? রবি সিমের বিভিন্ন অফার সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমরা জানবো রবি বন্ধ সিম অফার ২০২২ নিয়ে বিস্তারিত। বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ রবি সিম ব্যবহার করে থাকে। তাই অনেকেই জানতে চায় রবি সিমের বিভিন্ন অফার যেমন, রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি, রবি বন্ধ সিম অফার চেক, রবি বন্ধ সিমের অফার 2022, রবি বন্ধ সিম ইন্টারনেট অফার ২০২২ ইত্যাদি।

তো চলুন শুরু করা যাক,

রবি বন্ধ সিম অফার ২০২২ (robi bondho sim offer 2022)

প্রথমেই চলুন জেনে নেই রবি বন্ধ সিম অফার ২০২২। ২০২২ সালে রবি বন্ধ সিম অফার অনেকগুলো রয়েছে। সেগুলোর মধ্যে একদম কম টাকা থেকে শুরু করে বেশি টাকার যেই অফারগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হলোঃ

  • রিচার্জ ৪৮ টাকা । ৬ জিবি এবং ৪৮পয়সা / মিনিট । মেয়াদ ৩০ দিন
  • রিচার্জ ১১৯ টাকা । ৩ জিবি +১ জিবি (4G ) ইন্টারনেট + ১২০ মিনিট । মেয়াদ ৩০ দিন
  • ৯ টাকা । ১ জিবি (4G ) ইন্টারনেট । ডায়াল *৮৪৪৪*০৯# / মেয়াদ ১০ দিন

উপরের যেকোনো একটি বা একাধিক ২০২২ সালে রবি বন্ধ সিম অফার প্যাক কিনে কথা বলুন আপনার প্রিয়জনদের সাথে যেকোনো সময় যেকোনো জায়গায়।

রবি বন্ধ সিম রিচার্জ অফার ২০২২ (robi bondho sim recharge offer 2022)

এখন চলুন জেনে নেই ২০২২ সালের রবি বন্ধ সিম রিচার্জ অফার যেগুলো নিজের মোবাইল থেকে বা রিচার্জ সেন্টার থেকে মোবাইল রিচার্জ করে অফারগুলো নিতে পারবেন। ২০২২ সালে রবি বন্ধ সিম রিচার্জ অফার অনেকগুলো রয়েছে। তবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু অফার তুলে ধরা হলোঃ

  • রিচার্জ ৪৮ টাকা । ৬ জিবি । মেয়াদ ৩০ দিন
  • রিচার্জ 119 টাকা । ৩ জিবি +১ জিবি (4G ) ইন্টারনেট + ১২০ মিনিট । মেয়াদ 30 দিন
  • রিচার্জ ৯ টাকা অথবা ডায়াল *৮৪৪৪*০৯# । ১ জিবি ইন্টারনেট । মেয়াদ ১০ দিন

এই ছিলো ২০২২ সালের রবি বন্ধ সিম রিচার্জ অফার যেগুলোর এক বা একাধিক অফার নিয়ে আপনি আপনার প্রিয়জন বন্ধু-বান্ধপদের সাথে কথা বলতে পারবেন আনলিমিটেড এবং অফুরন্ত।

রবি বন্ধ সিম ব্যান্ডেল অফার ২০২২ (Robi bondho sim bundle offer)

এখন চলুন জেনে নেই ২০২২ সালের রবি বন্ধ সিম ব্যান্ডেল অফার যেখানে আপনি একসাথে মিনিট, ইন্টারনেট, এসএমএস ব্যান্ডেল আকারে কিনতে পারবেন। নিচে সেগুলো তুলে ধরা হলোঃ

  • ১১৯ টাকা রিচার্জ করতে হবে
  • ৩ জিবি এবং সাথে ১ জিবি 4G ইন্টারনেট পাওয়া যাবে
  • সাথে ১২০ মিনিট যেকোনো লোকাল নাম্বারে ব্যবহার করা যাবে
  • এবং ১২০ টি এসএমএস পাওয়া যাবে যেটাও যেকোনো লোকাল নাম্বারে বাবহারের জন্য
  • অফারটির মেয়াদ ৩০দিন ( ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে)

এই ছিলো ২০২২ সালের রবি বন্ধ সিম ব্যান্ডেল অফার যেখানে মিনিট, ইন্টারনেট  সকল অফার একসাথে কেনা যাবে। আপনার প্রয়োজন হলে এখনই কিনে নিতে পারেন।

রবি বন্ধ সিম অফার চেক কোড ২০২২

এখন চলুন জেনে নেই ২০২২ সালের রবি বন্ধ সিম অফার চেক কোড। রবি বন্ধ সিম অফার নেয়ার পর সেগুলোর ব্যাল্যান্স জানার প্রয়োজন হয়। কত টাকার কথা বলা হয়েছে, কত মিনিট খরচ হয়েছে, কত মিনিট বাকি রয়েছে এবং মেয়াদ কতদিন আছে ইত্যাদি জানার জন্য মোবাইলের ডায়াল প্যাডে কিছু কোড ডায়াল করতে হয়। সেগুলো নিচে তুলে ধরা হলোঃ

  1. রবি বন্ধ সিম অফার চেক ডায়াল কোড হচ্ছেঃ- *২২২*২# এবং *৩#
  2. রবি যেকোনো অপারেটর মিনিট চেক কোড হচ্ছেঃ- *২২২*২৫#
  3. রবি যেকোনো অপারেটর এসএমএস চেক কোড হচ্ছেঃ- *২২২*১২#

এই ছিলো ২০২২ সালের রবি বন্ধ সিম অফার চেক কোড যেগুলো ডায়াল করে আপনি রবি অফারের ব্যাল্যান্স বিস্তারিত জানতে পারবেন।

রবি বন্ধ সিম অফার 2022

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি

এখন চলুন জেনে নেই রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার সম্পর্কে। আপনার যদি একটি রবি বন্ধ সিম থাকে তাহলে এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না।

  • ইন্টারনেট এক্টিভ করতে রিচার্জ  করুন ৯ টাকা অথবা ডায়াল করুন *৮৪৪৪*০৯#
  • অফারটি নিতে খরচ হবে মোট ৯ টাকা +( ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট)।
  • অফারটির মেয়াদ থাকবে ১০ দিন।
  • ইন্টারনেট ব্যবহারের সময়সীমা রাত ১২ টা থেকে পরদিন বিকাল ৫টা পর্যন্ত।
  • অফার চলাকালীন সময়ে গ্রাহকরা এই প্যাকটি শুধুমাত্র ১ বার ক্রয় করতে পারবেন।
  • ইন্টারনেট ব্যাল্যান্স চেক করতে ডায়াল করুন- *২২২*২# অথবা *৩#

পড়তে পারেনঃ

  1. লেখাপড়ার পাশাপাশি অনলাইন থেকে ইনকাম করার ১২টি উপায়
  2. ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করে ইনকাম করুন
  3. ডিজিটাল মার্কেটিং কি? চাকরির মার্কেটে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা

রবি বন্ধ সিম অফার ৭ দিন

এখন চলুন জেনে নেই ২০২২ সালের রবি বন্ধ সিম অফার ৭ দিন মেয়াদের প্যাকেজ। আপনার যদি এক সপ্তাহ বা ৭ দিনের জন্য রবি বন্ধ সিম অফারের প্রয়োজন হয় তাহলে এই প্যাকেজ লিস্টটি আপনার উপকারে আসবে। নিচে রবি বন্ধ সিম অফার ৭ দিন মেয়াদের প্যাক তুলে ধরা হলোঃ

  • ৬ জিবি ইন্টারনেট (যেকোনো রবি গ্রাহকের জন্য)
  • ৪১ টাকা রিচার্জ করতে হবে
  • মেয়াদ ৭দিন (২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে)
  • অফারটি পুনঃরায় ক্রয় যোগ্য না
  • ইন্টারনেট ব্যাল্যান্স চেক কোড ডায়াল *৩#

এই ছিলো ২০২২ সালের রবি বন্ধ সিম অফার যেগুলোর মেয়াদ এক সপ্তাহ বা ৭ দিনের। আপনার যদি পুরো সপ্তাহ জুড়ে রবি অফার প্রয়োজন হয় তাহলে রবির এই সকল সাপ্তাহিক প্যাক কিনে নিতে পারেন।

রবি সিমের গুরুত্বপূর্ণ কিছু ডায়াল কোড

এখন চলুন জেনে নেই রবি সিম অপারেটরের কিছু গুরুত্বপূর্ণ ডায়াল কোড যেগুলো সচারচর সবারই প্রায় প্রয়োজন হয় যেমন, নিজের নাম্বার কিভাবে জানে, মিনিট বা ইন্টারনেট প্যাক কিভাবে কিনতে হয়, মিনিট বা ইন্টারনেট প্যাক ব্যাল্যান্স কিভাবে চেক করতে হয় ইত্যাদি। নিচে সব কোড উল্লেখ করা হলোঃ

  • রবি সিমে নিজের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *2#
  • রবি সিমে মিনিট প্যাক দেখতে ডায়াল করুন *0#
  • রবি সিমে ইন্টারনেট প্যাক কেনার জন্য ডায়াল করুন *4#
  • রবি সিমে ইন্টারনেট প্যাক চেক করার জন্য ডায়াল করুন *3#
  • রবি সিমে মোবাইল ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *1#
  • রবি সিমে ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *২২২#
  • রবি সিমে এস এম এস দেখার জন্য ডায়াল করুন *২২২*১২#

তো এই ছিলো রবি সিমের বিভিন্ন অফার যেমন, রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি, রবি বন্ধ সিম অফার চেক, রবি বন্ধ সিমের অফার 2022, রবি বন্ধ সিম ইন্টারনেট অফার ২০২২ ইত্যাদি এই একটি রিসোর্সফুল আর্টিকেল। আশা করছি রবি বাবহারকারিদের অনেক উপকার হবে।

রবি বন্ধ সিম অফার চেক

এখন চলুন জেনে নেই আপনি রবি বন্ধ সিমের অফার পাবেন কিনা, বা পেলেও আপডেট কিভাবে পাবেন। রবি বন্ধ সিমের অফার জানার জন্য নিচে কিছু উপায় শেয়ার করা হলো।

  • আপনার যেকোনো রবি নম্বর থেকে A<space>018xxxxxxxx  লিখে এসএমএস (চার্জ  ফ্রি) করুন ৮০৫০ নাম্বারে
  • অথবা *৮০৫০#  -তে ডায়াল করেও জানা যাবে
  • এছাড়াও রবি ওয়েবসাইট এবং  রবি অ্যাপ থেকে রবি বন্ধ সিম অফার দেখতে পারবেন।
  • অন্যথায়, রবি রিটেইলার কাছ থেকে  অফারটি দেখার জন্য *999# ডায়াল করতে পারবেন।
  • তাছাড়া রবি ফ্লেক্সিলোড সিম থেকে *999* 018xxxxxxxx # ডায়াল করলে আপনার রবি বন্ধ সিম অফার সম্পর্কে জানতে পারবেন।

বিঃদ্রঃ- এই অফারগুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই অফার নেয়ার আগে অবশ্যই যাচাই করে দেখবেন

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!