অরিজিনাল ভিটমেট ২০২২ অ্যাপস ডাউনলোড করুন
আপনি কি অরিজিনাল ভিটমেট অ্যাপস খুজতেছেন? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমি শেয়ার করবো একদম অরিজিনাল ভিটমেট সফটওয়্যারটি যেটা আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড, ফেসবুক ভিডিও ডাউনলোড বা যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করার কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক,
অনেকেই ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য ভিটমেট অ্যাপস বা সফটওয়্যারটি ইন্টারনেটে খুজে থাকে। কিন্তু অরিজিনাল ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য পাওয়া যায় না। তাই আজকের এই পর্বে আমরা এই অরিজিনাল ভিটমেট অ্যাপসটি ডাউনলোড করার উপায় বলে দিবো।
মোবাইলে অরিজিনাল ভিটমেট অ্যাপস ডাউনলোড করার উপায়ঃ
অরিজিনাল ভিটমেট 2022 অ্যাপস ডাউনলোড করার দুইটি উপায় রয়েছে।
- অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিটমেট ডাউনলোড
- 9অ্যাপস থেকে ভিটমেট ডাউনলোড
অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিটমেট ডাউনলোড
অরিজিনাল ভিটমেট অ্যাপস ডাউনলোড করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। সেখান থেকে আসল ভিটমেট ডাউনলোড করতে পারবেন এবং সেটা নিরাপদ হবে। কোনো ধরনের ভাইরাস থাকবে না। অনেকসময় দেখা যায় থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ভিটমেট ডাউনলোড করলে সেখানে ভাইরাস থাকতে পারে। ফলে আপনার স্মার্টফোন খুব সহজেই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করলে অনেক সুবিধা আপনি পাবেন যেমন,
- VidMate নিরাপদ, ভাইরাস বা ম্যালওয়্যার মুক্ত থাকবে। ফলে আপনি নিশ্চিন্তে VidMate অ্যাপসটি ব্যবহার করতে পারবেন
- VidMate অ্যাপসটি দিয়ে আপনি ইউটিউব, Facebook, Instagram, WhatsApp স্ট্যাটাস, Vine, Vimeo, Dailymotion, tumblr ইত্যাদি থেকে সকল ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন
- VidMate অ্যাপসটি হাই রেজুলেসন ভিডিও সাপোর্ট করে যেমন 144 থেকে শুরু করে 2k, 4k পর্যন্ত ভিডিও সাপোর্ট করে। আর এই কারনে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন আপনি
- ভিটমেট অ্যাপসটি দিয়ে ভিডিও ডাউনলোড করার পাশাপাশি mp3 বা অডিও ডাউনলোড করার সিস্টেম রয়েছে
- ভিডিও ডাউনলোড স্পিড অনেক এবং সাথে ভিডিও দেখার জন্য আলাদা ভিডিও প্লেয়ার রয়েছে
- ১০০০+ ওয়েবসাইট রয়েছে এই ভিটমেট অ্যাপসটির মধ্যে। যদি আরো প্রয়োজন হয় তাহলে এড করে নেয়া যাবে। প্রতিটি ওয়েবসাইট থেকেই আলাদাভাবে যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করার উপায় আছে
- ভিটমেট অ্যাপসটি থেকে শুধু ভিডিও download করা যায় না, সাথে ছবি, এপ্স, গেমস, মুভি স্ট্যাটাস ইত্যাদি ডাউনলোড করার সুবিধা রয়েছে
- জিডি টিভি, স্টার ওয়ার্ল্ড, চ্যানেল ভি এবং সাহারা অনলাইন সহ 200 টিরও বেশি চ্যানেল রয়েছে এই ভিটমেট সফটওয়্যারটির মধ্যে যেগুলো মাত্র ১ ক্লিকেই ডাউনলোড করে রাখতে পারবেন আপনার মোবাইলে
পড়তে পারেনঃ
- লেখাপড়ার পাশাপাশি অনলাইন থেকে ইনকাম করার ১২টি উপায়
- ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করে ইনকাম করুন
- ডিজিটাল মার্কেটিং কি? চাকরির মার্কেটে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা
9অ্যাপস থেকে ভিটমেট ডাউনলোড
9অ্যাপস একটি এপ্লিকেশন ডাউনলোড করার সফটওয়্যার যেখানে লাখ লাখ ফ্রি এবং প্রিমিয়াম মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করা যায়। এখান থেকে ডাউনলোড করা অ্যাপস একদম নিরাপদ, ফ্রি এবং ভাইরাস মুক্ত। এপ্লিকেশনের পাশাপাশি wallpapers, themes, and stickers পাওয়া যায় এই ওয়েবসাইটে।
যাইহোক, এই 9অ্যাপস থেকেও আপনি অরিজিনাল ভিটমেট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে 9অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর মোবাইলে ইন্সটল করলেই সেখান থেকে VidMate অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।
কম্পিউটার বা পিসিতে ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করার নিয়মঃ
বর্তমানে অরিজিনাল ভিটমেট অ্যাপসটি কম্পিউটার বা পিসিতেও ব্যবহার করতে পারবেন। যদিও এটার আইওএস বা উইন্ডোজ ভার্সন এখনও অফিসিয়ালি প্রকাশ করেনি কিন্তু তারপরেও আমি এখানে বলে দিবো কিভাবে কম্পিউটার বা পিসিতে ভিটমেট 2022 ইন্সটল করতে হয় এবং ব্যবহার করতে হয়।
- প্রথমেই আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে Bluestacks android emulator। এটি ডাউনলোড করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান
- সফটওয়্যারটি ডাউনলোড করার পর এখন VidMate অ্যাপসটি আপনার পিসিতে ইন্সটল করুন
- অ্যাপসটি ইন্সটল করার পর এখন Bluestacks ওপেন করে একদম উপরে কিছু ট্যাব দেখতে পাবেন যেমন “My apps”, “App center”, “Help center” and “Pika world” ইত্যাদি
- এরপর + (plus) sign এ ক্লিক করে VidMate অ্যাপসটি এড করতে হবে
- তারপর ইন্সটল হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন
- সবকিছু ঠিক থাকলে আপনি আপনার ডেস্কটপে VidMate অ্যাপসটির আইকন দেখতে পাবেন। এখন নিজের ইচ্ছামতো ভিডিও, মুভি ডাউনলোড করতে পারবেন নিজের পিসি দিয়েই
তারপরেও যদি এখানে কিছু বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে এই লিঙ্কে ভিজিট করুন।
এখন চলুন আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই যেগুলো মানুষ সচারচর করে থাকে অরিজিনাল ভিটমেট অ্যাপস সম্পর্কে,
1. গুগল প্লে স্টোর থেকে ভিটমেট অ্যাপস কিভাবে ডাউনলোড করবেন?
বর্তমানে গুগলের পলিসি বা নীতির কারনে অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করা যাবে না প্লে স্টোর থেকে। কারন যেহেতু ইউটিউব গুগলের একটি সার্ভিস তাই তারা ইউটিউব থেকে ডাউনলোড করা অবৈধ মনে করে। আর এই কারনেই প্লে স্টোর এই ভিটমেট সফটওয়্যারটি চালু করেনি।
2. কিভাবে ভিটমেট ইনস্টল করবেন?
অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর মোবাইলে ইন্সটল করতে হবে। ইন্সটলে ক্লিক করার সাথে সাথে একটি ওয়ার্নিং দেখাতে পারে কারন যেহেতু গুগল প্লে স্টোর এটাকে সাপোর্ট করে না। আপনি ওকে দিয়ে ইন্সটল করে নিবেন।
3. কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ভিডিও ডাউনলোড করবেন?
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ভিডিও ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে আপনার একাউন্টে লগিন করতে হবে। এই কারনে প্রথমেই ভিটমেট 2022 অ্যাপসটি ওপেন করুন। এরপর হোম স্ক্রিন সাইট নেভিগেশান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ যেই সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে চান সেখানে লগিন করুন। লগিন করার পর আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেটা ওপেন করুন এবং এবং ক্লিক করুন। এরপর নীচের ডানদিকে ডাউনলোড আইকন দেখা যাবে সেখানে ক্লিক করুন। বেস ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলে।
আরো পড়ুনঃ
- ফ্রিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার গড়ুন
- প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে কি কি শেখা লাগে?
- ফ্রিলান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে পরিপূর্ণ গাইডলাইন
তো এই ছিলো কিভাবে আপনি অরিজিনাল ভিটমেট ২০২২ অ্যাপস ডাউনলোড করবেন আপনার মোবাইলে এবং সাথে নিজের কম্পিউটার বা পিসিতে। দুটি উপায় দেখিয়ে দিলাম। এখন আশা করি আপনার আর আসল ভিটমেট ডাউনলোড করা নিজে কোনো ঝামেলা থাকবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।
Comments are closed.