ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর
আপনি কি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান? লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিবো যেগুলো আপনি, বিশেষকরে যারা এই সেক্টরে একদম নতুন তারা করে থাকে। কিছু কমন প্রশ্ন এবং উত্তর দেয়া হবে যাতে আপনি এই সেক্টর সম্পর্কে বিস্তারিত জানতে পারেন যেমন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ইত্যাদি। তো চলুন শুরু করা যাক,
ফ্রিল্যান্সিং নতুনদের জন্য নিয়ে কমন ১০টি প্রশ্ন এবং উত্তর
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন পেশা যেখানে কোনো বাঁধাধরা নিয়ম থাকে না। নিজের মতো যেকোনো সময় যেকোনো জায়গায় কাজ করা যায়। যতবেশি কাজ করা হবে, ততবেশি ইনকাম করার সম্ভাবনা থাকবে এই সেক্টরে। একেকজন ফ্রিল্যান্সাররা নিজেই নিজেদের বস।
ফ্রিল্যান্সিং কি মোবাইলে করা যায়?
জি অবশ্যই করা যাবে। এমন কিছু ফ্রিল্যান্সিং কাজ আছে যেগুলো করার জন্য ল্যাপটপ বা কম্পিউটার থাকার প্রয়োজন নেই। হাতের মোবাইল দিয়েই করা যায় যেমন, ফটো এডিটিং, ব্লগ রাইটিং বা লেখালেখি, ডাটা এন্ত্রি ইত্যাদি। এগুলো সাধারণত ছোট পরিসরের কাজ তাই ইনকামও অনেক কম হয়। তবে বড় পরিসরের কাজ যেমন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং ইত্যাদি কাজ করার জন্য অবশ্যই একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকা লাগবে।
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো?
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য যেকোনো একটি বিষয়ে কাজ শিখতে হবে এবং অবশ্যই সেই বিষয়ে এক্সপার্ট হতে হবে।কারন এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বের মানুষের সাথে প্রতিযোগিতা করে বায়ারদের কাজ থেকে কাজ নিতে হবে। তাই এক্সপার্ট হওয়ার চেষ্টা করতে হবে। আর অবশ্যই এমন একটি বিষয় বাছাই করবেন যেটা আপনার ভালো লাগে তাহলেই আপনি বেশিদূর আগাতে পারবেন।
আমি ফ্রিল্যান্সিং করতে চাই কিন্তু ইংরেজি কম পারি তাহলে কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো?
অবশ্যই পারবেন। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার ইংরেজিতে এক্সপার্ট হওয়া লাগবে না। শুধুমাত্র বেসিক ইংলিশ জানলেই হবে। আপনার কথা যাতে বায়ার বুঝতে পারে এবং আপনি যাতে বায়ারের কথা বুঝতে পারেন ঠিক অতটুকু ইংলিশ জানা থাকলেই ফ্রিল্যান্সিং করতে পারবেন। মনে রাখবেন বায়ারদের কাছে আপনার স্কিলটা গুরুত্বপূর্ণ, ইংলিশ না।
ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি জানা থাকা লাগবে?
ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য প্রথমেই আপনাকে এই ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে ১/২ সপ্তাহ একটু পড়াশুনা করতে হবে যাতে এই সেক্টর সম্পর্কে একটু ধারনা হয়। এরপর আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক ধারনা অবশ্যই থাকতে হবে।
ফ্রিল্যান্সিং কোর্স কোথায় করবো বা ফ্রিল্যান্সিং কোথায় শিখব?
বর্তমানে ফ্রিল্যান্সিং শেখার জন্য হাজারো প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ঢাকার মধ্যে অন্যতম কিছু প্রতিষ্ঠান হচ্ছে সফট টেক আইটি, ক্রিয়েটিভ আইটি, ওয়েব কোডার আইটি, শিখবে সবাই, কোডারস ফাউন্ডেশন ইত্যাদি। এছাড়াও আজকাল অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সাররা অনলাইনে কোর্স তৈরি করছে। আপনি সেখানেও কোর্স করতে পারেন। যেমন আমাদের স্কিলগড়ির একটি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে। চাইলে এটাও করতে পারেন।
ইউটিউব থেকে কি ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখা যায়?
অবশ্যই শেখা যাবে। আমি নিজে এটার প্রমান। আমি নিজে নিজে ইউটিউব এবং গুগল থেকে ফ্রিল্যান্সিং শিখেছি। ২ বছর ধরে এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছি
কোন ফ্রিল্যান্সিং সেক্টরে প্রতিযোগিতা কম?
যেই কাজগুলো তুলনামুলক কঠিন সেগুলোর প্রতিযোগিতা অনেক কম যেমন প্রোগ্রামিং, থ্রিডি এনিমেশন ইত্যাদি। এগুলো শেখাটা অনেক কঠিন কিন্তু শিখতে পারলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন
ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য কি কি মার্কেটপ্লেস রয়েছে?
ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য বর্তমানে অনেকগুলো ওয়েবসাইট গড়ে উঠেছে অনলাইনে যাদেরকে বলা হয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এমন কিছু মার্কেটপ্লেস এর মধ্যে সবথেকে জনপ্রিয় তিনটি হচ্ছে ফাইভার, ফ্রিলান্সার ডট কম, আপওয়ার্ক। এছাড়াও আরো কিছু মার্কেটপ্লেস রয়েছে অনলাইনে যেমন, ফাইভস্কুয়াড, পিপল পার আওয়ার, গুরু ডট কম, মাইক্রোওয়ার্কার্স। এগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং কাজ সহজে পাওয়া যায় বিশেষকরে নতুনদের জন্য একটি মার্কেটপ্লেস হচ্ছে ফাইভার।
লেখাপড়ার পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করা যাবে?
অবশ্যই যাবে। ফ্রিল্যান্সিং কে আপনি নিজের ক্যারিয়ার হিসেবে নিতে পারেন অথবা লেখাপড়া বা চাকরি করার পাশাপাশিও এই ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর যদি ফুল টাইম ফ্রিলান্সিং করতে চান তাহলেই করতে পারবেন। পুরোটাই আপনার নিজের উপর নির্ভর করবে।
এগুলো ছাড়াও ফ্রিলান্সিং সেক্টর নিয়ে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।