তফসিল কি?বাংলাদেশের তফসিল কয়টি ও কি কি
আপনি কি জানেন সংবিধানের তফসিল কি? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য।কারন আজকের এই পর্বে আমি সংবিধানের তফসিল সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো।
আজকের এই পর্বে জানতে পারবেন সংবিধানের তফসিল কি, তফসিল অর্থ কি, খ তফসিল কি, ক তফসিল কি, জমির তফসিল কি, নির্বাচনী তফসিল কি, তফসিল বলতে কি বুঝায়,নির্বাচনের তফসিল কি, তফসিল ঘোষনা কি, সংবিধানের তফসিল মানে কি, বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি ও কি কি ইত্যাদি।
তাহলে চলুন শুরু করা যাক,
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় তফসিল নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে। তাই আজকের এই পর্বে তফসিল নিয়ে কিছু কমন প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে।
তফসিল অর্থ কি
তফসিল শব্দের অর্থ বিবরণ। কোনো বিষয়ে আলোচনার পর সে আলোচনাকে পূর্ণাঙ্গ করার জন্য অতিরিক্ত বিবরণের প্রয়োজন হলে উক্ত অতিরিক্ত আলোচনাকে তফসিল বলে।
বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি ও কি কি
বাংলাদেশের সংবিধানের মোট ৭টি তফসিল রয়েছে। যথাঃ
- প্রথম তফছিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফছিল – রাষ্টপতি নির্বাচন।
- তৃতীয় তফছিল– শপথও ঘোষণা।
- চতুর্থ তফছিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা।
- পঞ্চম তফছিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফছিল -১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফছিল– ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃ্তস্বা ধীনতার ঘোষণাপত্র ।
নির্বাচনের তফসিল কি
বাংলাদেশের নির্বাচন কমিশনের দায়িত্তে নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করা হয় তাকে নির্বাচনের তফসিল বলে। খুব সহজ ভাষায় এটি নির্বাচন অনুষ্ঠানের তারিখের একটি আইনি ঘোষণা।
নির্বাচনের তফসিলে নির্বাচন কয় তারিখ হবে, ক’টায় শুরু হবে আর ক’টা পর্যন্ত চলবে—সেটির বিস্তারিত এবং ভোটের পর তার গণনা কীভাবে ও কোথায় হবে সেটিরও বৃত্তান্ত থাকে।
জমির তফসিল কি
কোনো জমি যে মৌজায় অবস্থিত সে মৌজার নাম, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জে.এল নং, জমির পরিমাণ, জমির শ্রেণী, জমির চৌহদ্দি ইত্যাদি পরিচিতিমূলক বা জমির বর্ণনা সম্বলিত বিবরণকে ঐ জমির তফসিল বলে।
আরো পড়ুনঃ
তো এই ছিলো, সংবিধানের তফসিল কি, জমির তফসিল, নির্বাচনী তফসিল, তফসিল বলতে কি বুঝায়, তফসিল ঘোষনা কি, সংবিধানের তফসিল মানে কি, বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি ও কি কি ইত্যাদি নিয়ে নানান ধরনের প্রশ্নের উত্তর।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।