বাংলাদেশের জেলা কয়টি ও কি কি
আপনি কি জানেন বাংলাদেশের জেলা কয়টি? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য।কারন আজকের এই পর্বে আমি বাংলাদেশের জেলা উপজেলা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো।
আজকের এই পর্বে জানতে পারবেন বাংলাদেশের জেলা কয়টি, বাংলাদেশের জেলা কয়টি ও কি কি, বাংলাদেশের জেলা কয়টি বর্তমানে, বাংলাদেশের জেলা কয়টি 2022, বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি, বাংলাদেশের ৬৪টি জেলার নাম, বাংলাদেশের নতুন জেলার নাম কি, বাংলাদেশের উন্নত জেলার তালিকা ২০২১, বাংলাদেশের ৬৪টি জেলার নাম ও আয়তন, বাংলাদেশের ৬৪টি জেলার মানচিত্র ইত্যাদি।
তাহলে চলুন শুরু করা যাক,
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় বাংলাদেশের জেলা, উপজেলা নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে। তাই আজকের এই বাংলাদেশের জেলা কয়টি, উপজেলা কয়টি ইত্যাদি নিয়ে কিছু কমন প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশের জেলা কয়টি ও কি কি
প্রথমেই জেনে নেই বাংলাদেশের জেলা কয়টি বর্তমানে?
বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে জেলা। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। আর প্রশাসনিকভাবে প্রত্যেকটি জেলা একটি বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগ এর অন্তর্ভুক্ত ৬৪টি জেলা রয়েছে। যথা,
- ১। বাগেরহাট ২।চুয়াডাঙ্গা ৩।যশোর ৪।ঝিনাইদহ ৫।খুলনা ৬।কুষ্টিয়া ৭।মাগুরা ৮।মেহেরপুর ৯।নড়াইল ১০। সাতক্ষীরা
- ১১। ঢাকা ১২। ফরিদপুর ১৩। টাঙ্গাইল ১৪। গাজীপুর ১৫।গোপালগঞ্জ ১৬। কিশোরগঞ্জ ১৭। মাদারীপুর ১৮। মানিকগঞ্জ ১৯। মুন্সিগঞ্জ ২০। নারায়ণগঞ্জ
- ২১। নরসিংদী ২২। রাজবাড়ী ২৩। শরিয়তপুর ২৪। বান্দরবান ২৫। ব্রাহ্মণবাড়িয়া ২৬। চাঁদপুর ২৭। চট্টগ্রাম ২৮। কুমিল্লা ২৯। কক্সবাজার ৩০। ফেনী
- ৩১। খাগড়াছড়ি ৩২। লক্ষ্মীপুর ৩৩। নোয়াখালী ৩৪। রাঙামাটি ৩৫। বরগুনা ৩৬। বরিশাল ৩৭। ভোলা ৩৮। ঝালকাঠি ৩৯। পটুয়াখালি ৪০। পিরোজপুর
- ৪১। দিনাজপুর ৪২। গাইবান্ধা ৪৩। কুড়িগ্রাম ৪৪। লালমনিরহাট ৪৫। নীলফামারী ৪৬। পঞ্চগড় ৪৭। রংপুর ৪৮। ঠাকুরগাঁও ৪৯। বগুড়া ৫০। পাবনা
- ৫১। রাজশাহী ৫২। জয়পুরহাট ৫৩। চাঁপাইনবাবগঞ্জ ৫৪। নওগাঁ ৫৫। নাটোর ৫৬। সিরাজগঞ্জ ৫৭। হবিগঞ্জ ৫৮। মৌল্ভীবাজার ৫৯। সুনামগঞ্জ ৬০। সিলেট
- ৬১। ময়মনসিংহ ৬২। শেরপুর ৬৩। জামালপুর ৬৪। নেত্রকোনা
উইকিপিডিয়ার মতে, ১৯৭১-এ বাংলাদেশ প্রতিষ্ঠাকালে জেলার সংখ্যা ছিল ১৯ টি । সময়ের বিবর্তনে এখন ৬৪টি জেলা রয়েছে বাংলাদেশে।
বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি
এখন চলুন জেনে নেই, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? বা বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি?
আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি যার আয়তন হলো ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার।
নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা ১০ টি উপজেলা ও ১২ টি থানা নিয়ে গঠিত।
অন্যদিকে, জনসংখ্যার দিক দিয়ে ঢাকা বাংলাদেশের বৃহত্তম জেলা।
সুতরাং, বাংলাদেশের বৃহত্তম জেলার সংখ্যা ১৯টি।
আরো পড়ুনঃ
বাংলাদেশের উপজেলা কয়টি ২০২২
উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একক। কয়েকটি গ্রাম বা ইউনিয়ন মিলে একটি উপজেলা গঠিত হয়।
বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে।
বাংলাদেশের সর্বশেষ উপজেলাগুলি হলো মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা।
বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?
আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়নগন্জ যার আয়তন ৬৮৩.১৪ বর্গকিমি।
নারায়ণগঞ্জ সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত।
অন্যদিকে, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে বান্দরবন।
বাংলাদেশের ৬৫ তম জেলা কী?
বাংলাদেশে এখনও ৬৪টা জেলা রয়েছে, ৬৫ তম জেলা নেই।
তবে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা বাংলাদেশের ৬৫তম জেলা হতে পারে যা কিনা এক সময়ের বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর জন্মস্থান/হোম টাউন।
বাংলাদেশের নতুন জেলার নাম কি
বাংলাদেশের নতুন জেলার নাম ভৈরব হতে পারে।
বাংলাদেশে এখন পর্যন্ত ৬৪ টি জেলা আছে । তাই ৬৫ তম জেলা বলতে কিছুর অস্তিত্ব নেই । তবে ৬৫ তম জেলা হিসেবে “ভৈরব” অনুমোদিত হতে পারে । তবে তা নিশ্চিত নয় ।
ভৈরবকে বাংলাদেশের ৬৫ তম জেলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশের উন্নত জেলার তালিকা ২০২২
বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হচ্ছে ঢাকা।
অন্যদিকে, বাংলাদেশের সবচেয়ে অনুন্নত জেলা পার্বত্য চট্টগ্রামকেও বলা যায়। সেখানে বহু স্থানে এখনও বিদ্যুৎ পৌছায়নি।
তো এই ছিলো, বাংলাদেশের জেলা কয়টি, বাংলাদেশের জেলা কয়টি ও কি কি, বাংলাদেশের জেলা কয়টি বর্তমানে, বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি, বাংলাদেশের ৬৪টি জেলার নাম, বাংলাদেশের নতুন জেলার নাম কি, বাংলাদেশের উন্নত জেলার তালিকা ২০২১, বাংলাদেশের ৬৪টি জেলার নাম ও আয়তন, বাংলাদেশের ৬৪টি জেলার মানচিত্র ইত্যাদি নিয়ে নানান ধরনের প্রশ্নের উত্তর।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।