cos এর পূর্ণরূপ কি
আপনি কি জানেন cos এর পূর্ণরূপ কি? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য।কারন আজকের এই পর্বে আমি ইংরেজি বিভিন্ন শব্দের পূর্ণরূপ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো।
আজকের এই পর্বে জানতে পারবেন cos এর পূর্ণরূপ কি, Os এর পূর্ণরূপ কি, নাসা এর পূর্ণরূপ কি, Pos এর পূর্ণরূপ কি, Cswe এর পূর্ণরূপ কি, r.s.s এর পূর্ণরূপ কি, Ucd এর পূর্ণরূপ কি, Cos কি ইত্যাদি।
তাহলে চলুন শুরু করা যাক,
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় বৃহত্তম ব দ্বীপ নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে। তাই আজকের এই পর্বে ব দ্বীপ নিয়ে কিছু কমন প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে।
Cos কি
cos হচ্ছে cost of sales বা cost of services এর পূর্ণরূপ।
অনেক খুচরা বিক্রেতা ও নির্মাতাদের আয়ের বিবরণীতে cost of goods sold( বিক্রিত পণ্যের দামের) পরিবর্তে cost of sales ব্যবহার করে।
cos এর পূর্ণরূপ কি
ব্যবসার দৃষ্টিতে COS এর পূর্ণ রূপ হল cost of sales বা cost of services।
এছাড়াও COS এর আরো অনেক পূর্ণরূপ রয়েছে। যেমন, অনেকের মতে, Cos এর পূর্ণ রূপ হলো কোসাইন (cosine)। আবার, COS এর পূর্ণরুপ Charity Organisation Society।
COVID 19-এর পূর্ণরূপ কী?
COVID 19-এর পূর্ণরূপ হচ্ছে Corona Virus Disease 2019।
Corona থেকে Co এসেছে, Virus থেকে Vi আর Disease থেকে D এবং যেহেতু এই মহামারিটি 2019 সালে শুরু হয় তাই COVID 19 বলা হয়।
Os এর পূর্ণরূপ কি
OS এর পূর্ণরূপ হচ্ছে Operating System। এটিকে কম্পিউটার ,মোবাইল বা মেশিন ভাষায় চালিত যন্ত্রগুলোর প্রান বলা হয়। যেমন, এন্ড্রাইড, উইন্ডোজ, ম্যাক ওস, ইত্যাদি।
নাসা এর পূর্ণরূপ কি
NASA এর পূর্ণরূপ National Aeronautics And Space Administration। এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা যা বিমানচালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে।
NASA ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
Pos এর পূর্ণরূপ কি
POS এর পূর্ণরূপ হল Packet Over SONET। এছাড়াও অনেকের মতে, POS এর পূর্ণরূপ হল point of sale।
Cswe এর পূর্ণরূপ কি
CSWE এর পূর্ণরুপ হচ্ছে Council on Social Work Education। আবার অনেকের মতে, CSWE এর পূর্ণরুপ হলো Certified SolidWorks Expert।
r.s.s এর পূর্ণরূপ কি
r.s.s এর পূর্ণরূপ হচ্ছে Rich Site Summary যা মূলত একটি ওয়েবসাইটে থাকে। এটাকে Web Feedও বলা হয়।
আবার উইকিপিডিয়ার মতে, r.s.s এর পূর্ণরূপ হলো Royal Statistical Society
আরো পড়ুনঃ
তো এই ছিলো, cos এর পূর্ণরূপ কি, Os এর পূর্ণরূপ কি, নাসা এর পূর্ণরূপ কি, Pos এর পূর্ণরূপ কি, Cswe এর পূর্ণরূপ কি, r.s.s এর পূর্ণরূপ কি, Ucd এর পূর্ণরূপ কি, Cos কি ইত্যাদি নিয়ে নানান ধরনের প্রশ্নের উত্তর।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।