ভালোবাসা কি
আপনি কি জানেন ভালোবাসা কি, ভালবাসা মানে কি বা ভালোবাসার অর্থ কি? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। আজকের এই পর্বে আমরা ভালোবাসা কি বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
তো চলুন শুরু করা যাক,
ভালোবাসা কি
ভালোবাসা একটি মানবিক অনুভূতি। এ অনুভূতিটাও কেউ দেখতে পায় না, অনুভব করে বুঝে নিতে হয়। সাথে এটি একটি আবেগকেন্দ্রিক অভিজ্ঞতাই হলো ভালোবাসা।
এছাড়াও উইকিপিডিয়ার মতে, বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।
ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: সন্তানের প্রতি ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, পোষ্য প্রাণীর বা বস্তুর প্রতি ভালোবাসা, বাবা মায়ের প্রতি ভালোবাসা ইত্যাদি।
ভালবাসা মানে কি
ভালবাসার মানে একেক জনের কাছে এক এক রকম। যেমন,
কারো কাছে ভালোবাসা মানে হচ্ছে সম্মান। সম্মান ছাড়া কোনো সম্পর্কই টিকতে পারে না। তাই নিজেদের মধ্যে মধুর সম্পর্ক টিকিয়ে রাখতে পরস্পরের মধ্যে সম্মান থাকতেই হবে।
কারো কাছে ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা হলো দুনিয়ার সব সম্পর্কের প্রাণ। প্রাণ ছাড়া যেমন দেহ অচল, ঠিক তেমনি বিশ্বাস ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই।
কারো কাছে ভালোবাসা মানে হচ্ছে যত্ন। যেখানে ভালোবাসা রয়েছে সেখানে যত্ন বিষয়টা রাখতেই হবে।
কারো কাছে ভালোবাসা মানে হচ্ছে বুঝাবুঝি বা নিজেদের মধ্যে বোঝাপড়া। ভালোবাসার টিকিয়ে রাখার জন্য নিজেদের মধ্যে বুঝাবুঝি থাকতে হবে। কারন ভূল বুঝাবুঝির কারনে সন্দেহ এবং পরবর্তীতে বড় বড় ঝগড়ার সৃষ্টি হয়।
আপনি কি জানেন?
বিজ্ঞান কি। বিজ্ঞান কত প্রকার ও কি কি
গুগল অর্থ কি?গুগল কি একটা ওয়েবসাইট না সফটওয়ার
ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার গড়ুন
আবার অনেকে মনে করেন, ভালোবাসা মানে হচ্ছে কমিটমেন্ট। একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা।
এছাড়াও ভালোবাসা কি এটা নিয়ে আরো কিছু মতবাদ রয়েছে যেমন,
ভালোবাসা মানে হচ্ছে বিসর্জন। অন্যের খুশির জন্য নিজের ইচ্ছা, পছন্দকে বিসর্জন দেয়ার নাম ভালোবাসা।
ভালোবাসা মানে হচ্ছে অপেক্ষা। সবসময় কারো পথ চেয়ে অপেক্ষা করার নাম ভালোবাসা।
ভালোবাসা হচ্ছে ধৈর্য, বিশ্বাস যা সবার প্রতি আস্থা টিকে রাখে।
ভালোবাসার অর্থ কি
ভালোবাসা কি এটা তো জেনে গেলাম। এখন চলুন জেনে নেই, এই ভালোবাসার অর্থ কি?
ভালবাসার অর্থ হলো দুজন দুজনকে বুঝতে পারা, সুখ দুঃখ, আনন্দ, বেদনা, বিপদ- আপদ, রাগ, অভিমান নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া, এবং সর্বোপরী দুজন মানুষ সবসময় সকল পরিস্থিতিতে এক হয়ে থাকা।
ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সোমিত্র চট্টোপাধ্যায়ের মতে,
যদি রুপ দেখে কাউকে ভালোবাসো – সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া
যদি কারো দেহ দেখে ভালোবাসো -সেটা ভালোবাসা নয়,সেটা লালসা
যদি মন দেখে ভালোবাসো – সেটাই ভালোবাসা।
ভালোবাসা শুধু যে প্রেমিক প্রেমিকার মধ্যে হয় এমন না, মা বাবার প্রতি হতে পারে, বন্ধুর প্রতি হতে পারে, সব জীব ও জড়ের প্রতিও হতে পারে।
ভালোবাসা কি বিষয়টা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, `ভালোবেসে সখি নিভৃত যতনে আমার নামটি লিখ তোমার মনেরও মন্দিরে।’
তো এই ছিলো, ভালোবাসা কি, ভালবাসা মানে কি বা ভালোবাসার অর্থ কি ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।