ভালবাসা কাকে বলে | সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা
আজকের এই পর্বে আমরা কথা বলবো ভালবাসা কাকে বলে, সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা কি, ভালোবাসা আর প্রেম এই দু’টির মধ্যে পার্থক্য কোথায়?
চলুন শুরু করা যাক,
ভালবাসা কাকে বলে
ভালোবাসার ইংরেজী প্রতিশব্দ হলো LOVE যার পূর্নরুপ Lost Of Valuable Energy। একজনের প্রতি আরেকজনের স্নেহ, প্রীতি, প্রণয়, ভক্তি, আসক্তি, অনুরাগ, পছন্দ এবং ভালো লাগাকে একত্রে ভালোবাসা বলে।
ভালোবাসা কাকে বলে এই কথাটি বিভিন্ন মানুষের কাছে ভিন্নরকম হয়ে থাকে।
যেমন, বাংলা চলচ্চিত্র এর মহানায়ক মান্নার মতে,
ভালবাসার কোনো সংজ্ঞা হয় না। এটি একটি অনুভূতি। এই অনুভূতি খুব কম মানুষেরই হয়।কারণ বেশির ভাগ মানুষই দৈহিক ও মানসিক ভাবে চরম ভাবে পুলকিত হলে সেই অনুভূতিকেই ভালোবাসার নাম দিয়ে থাকেন।
বাংলাদেশী লেখক, কবি, সাহিত্যিক হুমায়ূন আহমেদের মতে,
ভালোবাসা-বাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। আর ছেলেদের জন্য সব চাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি।
আবার অনেকের মতে, দুটি মনের পরস্পরের প্রতি আকর্ষণ বা অনুভূতিকে ভালবাসা বলে ।
আমার মতে, ভালোবাসা মানে একটা দ্বায়িত্ব। ‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটিতে যে দ্বায়িত্ববোধ আছে, সেটা হয়তো ‘I love you’ তে নেই। অভিধানে আক্ষরিক অর্থে খুজতে গেলে, এই কথাগুলো ভিত্তিহীন মনে হতে পারে। কিন্তু এটাই আমার কাছে ভালোবাসা সংজ্ঞা।
‘আমি তোমাকে ভালোবাসি’ মানে আমি শুধু তোমার রূপটা বা বাইরের খোলসটাকে ভালোবাসি তা নয়, এই কথাটার মানে, আমি তোমায় তোমার সবটুকু নিয়ে ভালোবাসি।
আমি যেমন তোমার সাফল্যে তোমার সাথে আছি, তেমনি তুমি যখন সর্বহারা, আমি তখনও তোমার পাশে থাকবো।
এখন আশা করছি বুঝতে পেরেছেন, ভালবাসা কাকে বলে?
সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা কি
ভালোবাসার সংজ্ঞা তো জেনে গেলাম। এখন চলুন জেনে নেই, আসল ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা কাকে বলে?
ভালোবাসা নানা ধরনের নানা ভাবের মধ্যেই প্রকাশ পায়।
যেমন মা তার সন্তান কে ভালোবাসে,
আবার স্বামী তার স্ত্রী বা স্ত্রী তার স্বামীকে ভালোবাসে,
পিতা তার সন্তানকে ভালোবাসে,
ভাই তার বোন কে ভালোবাসে বা বোন তার ভাইকে, এসবগুলোই সত্যিকারের ভালোবাসা। কারন এখানে চাওয়া পাওয়া নেই।
এখানে যা কিছুই পাবেন সেটা একমাত্র অন্তরের টান।। আর এটাই সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসায় কোন স্বার্থ খুঁজে পাওয়া যায় না।
সত্যিকারের ভালোবাসা কোন বয়স মানেনা। ভালোবাসা কোন জাতি ধর্ম রঙ কিছুই বোঝেনা। ভালোবাসায় কোন দূরত্ব নেই, হাজার কিলোমিটার ও বাড়ির কাছেই মনে হয়।
বয়সের ব্যবধান ও কোন বাধা সৃষ্টি করতে পারেনা। নিঃস্বার্থ ভালোবাসায় একের বেদনায় অপরের চোখের জল আনতে সক্ষম হয়। একেই বলে সত্যিকারের ভালোবাসা।
আপনি কি জানেন?
বিজ্ঞান কি। বিজ্ঞান কত প্রকার ও কি কি
গুগল অর্থ কি?গুগল কি একটা ওয়েবসাইট না সফটওয়ার
ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার গড়ুন
ভালোবাসার বিভিন্ন উৎসঃ
- ভার্সিটি লাইফে বন্ধুদের সাথে বিরিয়ানি, পোলাও না খেয়ে টিফিন টাইমে কলা রুটি খেয়ে মাকে ফোনে খুব ভালো আছি আম্মু বলার নাম ভালবাসা!
- স্রষ্টার কাছে মাথা নত করতে পারাটাই অনেকের কাছে ভালবাসা!
- সেই হাইস্কুলের স্যারের কথা মনে করে চোখটা ছলছল করে ওঠাটা ভালবাসা।
- নিজের কাছে নেই, তাও ধার করে হলেও বন্ধুর প্রয়োজনে সাহায্য করার নাম ভালবাসা।
- রিকশাওয়ালা মামাকে ভাড়ার এক্সট্রা টাকা দেওয়ার নাম ভালবাসা।
বেঁচে থাকুক এই পৃথিবীতে ভালবাসাগুলো আজীবন।
ভালোবাসা আর প্রেম এই দু’টির মধ্যে পার্থক্য কোথায়?
ভালোবাসা কাকে বলে এটা তো জেনে গেলাম। এখন চলুন জেনে নেই ভালোবাসা আর প্রেম এই দু’টির মধ্যে পার্থক্য কোথায়?
প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে।
প্রেম জিনিসটা কেবলই আসে স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকার জন্য।
আর অন্যদিকে, ভালোবাসা টা সবার জন্য! কারো জন্যে কম কারো জন্যে বেশি! অর্থাৎ ভালোবাসার ধরণটা ভিন্ন হয়।
প্রেম হলো একটা মোহ যেটা বিচ্ছেদের আগের মুহূর্ত। আর ভালোবাসা হল জীবনের শেষ মুহূর্ত অবধি অর্থাৎ বার্ধক্যের লাঠি।
প্রেম সংকীর্ণ আর ভালোবাসা ব্যাপক; অর্থাৎ প্রেম শুধু মাত্র প্রেমিক ও প্রেমিকার মধ্যে হয় আর ভালোবাসা প্রেমিক ও প্রেমিকা ছাড়াও মা, বাবা, ভাই, বোন অথবা প্রকৃতির সঙ্গেও হতে পারে।
প্রেমের মধ্যে স্বার্থ থাকে বেশি কিন্তু ভালোবাসা নিঃস্বার্থ হয়। তাই তো ভালোবাসা টেকে কিন্তু প্রেম নয়।
কাউকে কাছে না থেকেও সারাজীবন ভালোবাসতে পারেন, কোনো সমস্যা নাই কিন্তু প্রেম করতে পারবেন না।
তো এই ছিলো, ভালবাসা কাকে বলে, সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা কি, ভালোবাসা আর প্রেম এই দু’টির মধ্যে পার্থক্য কোথায় ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।