এক টন সমান কত কেজি। ১০০০ কেজি নাকি ১০১৬ কেজি?
আপনি কি জানেন এক টন সমান কত কেজি? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য।কারন আজকের এই পর্বে আমি এক মেট্রিক টন সমান কত কেজি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো।
আজকের এই পর্বে জানতে পারবেন এক টন সমান কত কেজি, ak ton koto kg, এক টন কত কেজি, এক মেট্রিক টন সমান কত কেজি, এক টন সমান কত মন, ১ মন সমান কত কেজি ইত্যাদি।
তাহলে চলুন শুরু করা যাক,
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় মেট্রিক টন নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে। তাই আজকের এই পর্বে মেট্রিক টন নিয়ে কিছু কমন প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে।
এক টন সমান কত কেজি (ak ton koto kg)
অনেকেই জানে না এক টন কত কেজি বা এক মেট্রিক টন সমান কত কেজি। তাই আজকে আমরা বিস্তারিত জানবো।
টন পরিমাপের একটি একক। অতীতে ইম্পেরিয়াল টন নামে যুক্তরাজ্যে একটি একক প্রচলিত ছিল। এক ইম্পেরিয়াল টন ২,২৪০ পাউন্ডের (১,০১৬ কিলোগ্রাম) সমান ধরা হতো।
কিন্তু ১৯৮৫ সালে যুক্তরাজ্যের পরিমাপ আইন কার্যকর হওয়ার পরে প্রচলিত ইম্পেরিয়াল টন এককটি বাতিল হয়ে যায়।পরবর্তীতে ১৯৬৫ সাল থেকে যুক্তরাজ্যে মেট্রিক এককের প্রবর্তন শুরু হলে “মেট্রিক টন” নামে নতুন একটি একক ব্যবহারের সূচনা হয়।
দুই পদ্ধতিতে এটি নির্ণয় করা হয়। ১। আমেরিকান পদ্ধতি ২। ব্রিটিশ পদ্ধতি
ব্রিটিশ পদ্ধতিতে, এক টন সমান ১ হাজার (১০০০) কেজি।
আর আমেরিকান পদ্ধতিতে, 1 US টন = 907.18 কেজি।
চলুন গননার মাধ্যমে জেনে নেই।
1 কুইন্টাল = 100 কে.জি
আবার, 1 টন = 10 কুইন্টাল,
অতএব, 1 টন = 10 ×100 কে.জি. = 1000 কে.জি.
সুতরাং, এক টন সমান ১ হাজার (১০০০) কেজি।
অনেকেই এক টন সমান ১০১৬ কেজি মনে করে কিন্তু কোথাও ১০১৬ কেজির অস্তিত্ব নেই।
আরো পড়ুনঃ
তো এই ছিলো, এক টন সমান কত কেজি, ak ton koto kg, এক টন কত কেজি, এক মেট্রিক টন সমান কত কেজি, এক টন সমান কত মন, ১ মন সমান কত কেজি ইত্যাদি নিয়ে নানান ধরনের প্রশ্নের উত্তর।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।