অন্যান্যপ্রোডাক্ট রিভিউ

১০টি জনপ্রিয় বাংলা সফটওয়্যার

আপনি কি বাংলা লেখার জন্য সফটওয়্যার খুজতেছেন? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমরা ১০টি জনপ্রিয় বাংলা সফটওয়্যার এবং বাংলা লেখার এপস নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

তো চলুন শুরু করা যাক,

বর্তমানে অনলাইনে বাংলা সফটওয়্যার বা বাংলা লেখার সফটওয়্যার অনেক আছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই বাংলা লেখা যাবে। এইরকম জনপ্রিয় ১০টি জনপ্রিয় বাংলা সফটওয়্যার নিচে তালিকা দেয়া হলোঃ

১। LipiKaar

LipiKaar একটি বাংলা টাইপিং সফটওয়্যার। এই LipiKaar এর মাধ্যমে আপনারা সহজেই নিজের পিসি তে এটি ডাউনলোড করে বাংলা টাইপ করতে পারেন।

ওয়ার্ড,এক্সেল ,পাওয়ারপয়েন্ট ,ইমেইল সমস্ত কিছু আপনারা বাংলাতে টাইপ করতে পারবেন অনায়াসেই।

LipiKaar বাংলা সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আপনার ইংরেজি জানার প্রয়োজন নেই। বাংলাতেই টাইপিং করতে পারবেন।

এছাড়াও এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড না করেও তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বাংলা টাইপিং করতে পারবেন।

http://www.lipikaar.com/online-editor/bengali-typing এড্রেস এ চলে যান। এরপর নিজের মতো করে বাংলা টাইপিং করুন।

এই বাংলা সফটওয়্যারটি ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন দুটোই আছে। তবে ফ্রি ভার্শনে লিমিতেসন আছে। আপনি শুধু ৩ দিন ব্যবহার করতে পারবেন। তারপর আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

২। Avro Keyboard

Avro Keyboard ও একটি দারুন বাংলা লেখার সফটওয়্যার বা বাংলা কিবোর্ড।

Avro Keyboard এর প্রধান বৈশিষ্ট হলো এর সহজ সরল ইন্টারফেস আর ফিচারস। তাই নতুন, বা প্রফেশনাল যেকেউ অনায়াসে এই সফটওয়্যারটি ব্যবহার করে বাংলা টাইপিং করতে পারবে।

এই সফটওয়্যারটি একটি Unicode ভিত্তিক সফটওয়্যার যার মধ্যে থাকা স্পেল চেকার আপনার বানানে যদি কোনো ভুল থাকে সেটি সংশোধন করে দেবে।

Avro Keyboard এর মধ্যে ফ্লোটিং প্রিভিউ অপ্সন আছে যেখানে আপনাদের ইংরেজি টাইপিং বাংলায় অনুবাদ সঙ্গে সঙ্গে দেখতে পারেন।

Avro Keyboard এর আরো একটি দারুন বৈশিষ্ট হলো এই সফটওয়্যারটির English to Bangla dictionary রয়েছে যেখানে প্রায় ১৫০০০ এর বেশি বাংলা শব্দ অন্তর্ভুক্ত রয়েছে। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

৩। Bijoy Bayanno

বর্তমানে বাংলা লেখার জন্য যতগুলো সফটওয়্যার রয়েছে বাঁজারে, সেগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং বেশি ব্যবহার করা সফটওয়্যার হচ্ছে Bijoy Bayanno।

এই সফটওয়্যারটি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সহ প্রায় সব ধরনের অফিশিয়াল কাজে বেশি ব্যবহার করা হয়।

Bijoy Bayanno বাংলা টাইপিং সফটওয়্যারটি ২০০৯ সালে বাংলাদেশি তরুণ উদ্যোক্তা  Mustafa Jabbar তৈরি করে বাঁজারে রিলিজ করেছে।

এটি একটি unicode ভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার বা বাংলা কিবোর্ড যেটা পিসিতে Microsoft .NET Framework 3.5 এর মাধ্যমে চলে। আর এই কারনে এটি ব্যবহার করার জন্য কম্পিউটারে পূর্ব থেকে Microsoft .NET Framework 3.5 ইনস্টল থাকতে হয়।

Bijoy Bayanno এর কিছু অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেমন phrase শর্টকাট অপশন, অনলাইন,offline দুই ভাবেই ব্যাবহার করার সুবিধা ইত্যাদি। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

৪। Easy Learn Bangla 

Easy Learn Bangla একটি ফ্রি বাংলা লেখার জন্য সফটওয়্যার। তবে এই সফটওয়্যারটি অন্যদের থেকে আলাদা। কারন এই বাংলা সফটওয়্যারটি শুধু বাংলা লেখার কাজে ব্যবহার করা হয় না, আপনাকে বাংলা বলতে আর পড়তে সহায়তা করবে।

বিশেষ করে বাহিরের যারা টুরিস্ট রয়েছেন তাদের জন্য এই Easy Learn Bangla সফটওয়্যারটি অনেক উপকারি হবে।

এই Easy Learn Bangla সফটওয়্যারটির মধ্যে talking dictionary আছে যেখানে নিজের মতো করে যেকোনো অর্থ বের করা যায়। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

৫। Borno 

আপনি যদি ফ্রি বাংলা সফটওয়্যার খুজে থাকেন তাহলে Borno সফটওয়্যারটি আপনার জন্য বেস্ট।

বাংলা লেখার সফটওয়্যার

এটি একটি ফ্রি বাংলা টাইপিং সফটওয়্যার। এই সফটওয়্যারটির কিছু ফিচার রয়েছে যেমন, ফোনেটিক আর ফিক্সড কীওয়ার্ড লেআউট, কীওয়ার্ড শর্টকাট অপশন আছে। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

আপনি কি জানেন?

বিজ্ঞান কি। বিজ্ঞান কত প্রকার ও কি কি

গুগল অর্থ কি?গুগল কি একটা ওয়েবসাইট না সফটওয়ার

ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার গড়ুন 

এই বাংলা কিবোর্ড সফটওয়্যারটি মূলত Bijoy Bayanno, Avro Keyboard এর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।

Borno এর মধ্যে রয়েছে বোর্নো , বোর্নো ফোনেটিক , বোর্নো এনকোডিং , ন্যাশনাল , এবং প্রভাত , সহ “বর্তমান কীবোর্ড লেআউট” এবং “কীবোর্ড লেআউট এডিটর” ।

উইন্ডোস কম্পিউটার এর জন্য আপনারা এটি ব্যাবহার করতে পারেন। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

৬। Soumili 

Soumili বাংলা, হিন্দি এবং অসমীয়া ভাষার জন্য চমৎকার টাইপিং সফটওয়্যার।

সকল উইন্ডোজ অ্যাপ্লিকেশনে এটি কাজ করে। Soumili ইনস্টল করা এবং ব্যবহার করা খুবই সহজ।

এটি প্রফেসনাল এবং নতুনদের জন্য সেরা টাইপিং সফটওয়্যার। কপি পেস্ট করার দরকার নেই, সরাসরি আপনার অ্যাপ্লিকেশনে টাইপ করুন।

আপনার নিজস্ব কীবোর্ড লেআউট ব্যবহার করুন, নতুন টাইপিং শেখার দরকার নেই।

এই সফ্টওয়্যারটিতে অনেক সুবিধা রয়েছে যেমন,

1. প্রচুর পরিমানে বাংলা ফন্ট রয়েছে

2. হিন্দি এবং অসমীয়া সহ বাংলায় লেখার সুবিধা রয়েছে

3. পূর্বে ব্যবহৃত ফন্টগুলিও এটির মাধ্যমে লেখা যেতে পারে

4। আপনি আপনার পছন্দের কীবোর্ড লেআউটটি ইনস্টল এবং ব্যবহার করতে পারেন

৫। একটি পাওয়ার স্ক্রিপ্ট রয়েছে যা টাইপিং ত্রুটিগুলি সংশোধন করে

নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

৭। BanglaWord

BanglaWord একটি স্মার্ট ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, বিশেষ করে বাংলা নথি লেখার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যাবহার করে আপনি সহজেই ইমেইল থেকে শুরু করে ডকুমেন্ট প্রসেসিং সবই করতে পারবেন।

বাংলা বর্ণমালা QWERTY কীবোর্ডে উচ্চারণগতভাবে ম্যাপ করা হয়েছে, যেকোনো বাংলা ফন্ট থেকে স্বাধীন।

BanglaWord সফত্নটওয়্যারটি আপনাকে যেকোনো বাংলা ডকুমেন্ট এবং RTF ফরম্যাট টেক্সট দুটোই সংযুক্ত করে অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ইমেল পাঠাতে সাহায্য করবে। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

৮। Akkhor Bangla

Akkhor Bangla বাংলা লেখার জন্য একটি দারুন সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি সহজেই বাংলা ভাষা লিখতে পারবেন।

২০০৩ সালে এটি প্রথম বাংলা টেক্সট থেকে স্পিচ সিস্টেম এর উপর ভিত্তি করে এটি তৈরী হয়।

Akkhor Bangla এর কিছু অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে:

– ধ্বনিগতভাবে বাংলা টাইপ করতে পারবেন

– যেকোনো বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করতে পারবেন অথবা আপনি নিজের কীবোর্ড লেআউট তৈরি করতে পারেন।

– মাউস ক্লিক করে বাংলা লিখতে পারবেন।

– আরবি ভাষাও টাইপ করতে পারবেন।

এছাড়াও আপনি যেকোন লেখাকে সরাসরি ছবিতে রূপান্তর করতে পারেন। এবং অনুবাদকের সাহায্যে আপনি ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে পারেন। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

৯। Offline Bengali Typing

যারা offline এ বাংলা টাইপিং করতে চান তাদের জন্য Offline Bengali Typing।

অফলাইন বাংলা টাইপিং এর সবচেয়ে বড় সুবিধা হল বাংলা টাইপিং শিখতে আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে না। আপনি নেট ছাড়া ঘরে বসে টাইপিং শিখতে পারেন।

অফলাইন বাংলা টাইপিংয়ের সাহায্যে আপনি সহজেই যেকোনো বাংলা টাইপিং করতে পারবেন।

আপনি যদি কাউকে ই-মেইল বা বার্তা পাঠাতে চান তবে আপনি এটি ব্যবহার করে বাংলায় লিখতে ইমেইল করতে পারবেন কোনোরকম ইন্টারনেট ছাড়াই। নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

১০। Bijoy Typing Tutor

এটি বাংলা টাইপিং টিউটরের জন্য একটি পোর্টেবল সংস্করণ। যারা বিজয় বাংলা টাইপিং শিখতে চান তাদের জন্য এটি একটি খুব দরকারী সফটওয়্যার।

বাংলা টাইপিং শেখার জন্য ধীরে ধীরে এবং ধাপে ধাপে অনুশীলন করতে হবে এবং আপনার বাংলা টাইপিং গতি বাড়াতে হবে।

যাইহোক, নিচের লিঙ্ক থেকে বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিন।

সফটওয়্যার ডাউনলোড করুন

এছাড়াও bangla keyboard apps আছে প্লেস্টোরে যেমন, রিদ্মিক bangla keyboard apps, গুগল bangla keyboard apps ইত্যাদি।

বাংলা লেখার জন্য জনপ্রিয় কিছু ফন্ট হচ্ছেঃ

  • বাংলা স্ট্যান্ডার্ড ফন্ট [নিউজ সাইট ইত্যাদি] হিসেবে সবচেয়ে জনপ্রিয় – “সোলায়মান লিপি”
  • বাংলা ব্লগ সাইটে ব্যবহারের জন্য অন্যতম জনপ্রিয় – “হিন্দ শিলিগুড়ি”
  • বাংলা অন্যান্য ফন্টসমূহ – “গালাডা”, “আত্মা”, “চারুকলা ইউনিকোড”
  • সম্প্রতি একটা ফন্ট বিভিন্ন মডার্নিস্টিক ব্লগে ব্যবহৃত হচ্ছে, নাম – “কোহিনুর”

তো এই ছিলো, ১০টি জনপ্রিয় বাংলা সফটওয়্যার বা বাংলা লেখার সফটওয়্যার এবং বাংলা লেখার এপস নিয়ে বিস্তারিত আলোচনা।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!