ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২। ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ
আপনি কি ২০২২ সালের ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা জানতে আগ্রহী? বর্তমানে ওয়ালটন ফ্রিজের দাম কত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত জানতে চান? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমরা মার্কেটের জনপ্রিয় ৮টি walton ফ্রিজ এবং ওগুলোর মূল্য তালিকা ২০২২, ওয়ালটন ফ্রিজের অফার ইত্যাদি নিয়ে আলোচনা করবো।
অনেকেই গুগলে সার্চ করে থাকে ওয়ালটন ফ্রিজের বর্তমান মূল্য কত, ওয়ালটন ফ্রিজের অফার আছে কিনা, ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম, ওয়ালটন ডিপ ফ্রিজের মূল্য তালিকা ২০২২ ইত্যাদি নানান ধরনের প্রশ্ন।
আর এই কারনে এই পর্বে আমরা সম্পূর্ণ একটি ওয়ালটন ফ্রিজের রিভিউ দিবো যাতে সেগুলো পড়ে আপনার পছন্দনীয় একটি ওয়ালটন ফ্রিজ কিনতে পারেন।
তো চলুন শুরু করা যাক,
বর্তমান এই যুগে প্রায় প্রতিটা ঘরেই ফ্রিজ রয়েছে। কারন গরমের সময়ে খাবার সংগ্রহ করার জন্য ঘরে একটি ফ্রিজ একান্ত আবশ্যকীয় ব্যাপার হয়ে উঠে।
দেশীয় পণ্য হিসেবে বাংলাদেশে ওয়ালটন ফ্রিজগুলো যেমন অনেক জনপ্রিয় ঠিক তেমনি অনেক টেঁকসই।এছাড়াও ওয়ালটন ফ্রিজগুলোর প্রাইস অনেক সাশ্রয়ী। উচ্চবিত্ত পরিবার থেকে শুরু করে একদম নিম্নবিত্ত পরিবারও একটি ওয়ালটন ফ্রিজের দাম বহন করতে পারে।
আধুনিক প্রযুক্তি, গুনগত মানের দিক থেকেও এই ফ্রিজ অনেক এগিয়ে। আর তাই বাংলাদেশি পণ্য হয়েও বাহিরের বড় বড় দেশেও প্রতিবছর রপ্তানি হচ্ছে এই ওয়ালটন ফ্রিজ।
ওয়ালটনের অনেক ধরনের ফ্রিজ মার্কেটে পাওয়া যায় যেমন ওয়ালটন ডিপ ফ্রিজ, ওয়ালটন ডাবল ডোর ফ্রিজ ইত্যাদি সহ আরো নানান মডেলের ফ্রিজ। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই কেনার আগে বর্তমান ওয়ালটন ফ্রিজ প্রাইস, অফার, ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানে না। তাই সঠিক ফ্রিজটি কেনা সম্ভব হয় না।
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২
তাই আজকের এই পর্বে এখানে আমরা ১০টি ওয়ালটন ফ্রিজ প্রাইস তুলে ধরবো। একদম ১৭,০০০টাকা শুরু করে ৫৬,০০০ টাকার মধ্যে বিভিন্ন মডেলের ওয়ালটন ফ্রিজ সকল তথ্য দিয়ে রিভিউ করবো
যেমন, বাজারে ওয়ালটনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৬, ১৮ সেফটি ফ্রিজ গুলো বেশি বিক্রি হয়। এগুলোর মধ্যেই আমরা আজকে রিভিউ করবো।
ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত
মার্কেটে যত মডেলের ফ্রিজ পাওয়া যায় তার মধ্যে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটির দাম তুলনামুলক অনেক কম এবং গুনগতমানের দিক থেকে ভালো। মাত্র ১০-১৪ হাজার টাকার মধ্যেই ওয়ালটনের ৮ সেফটি ফ্রিজ পাওয়া যাচ্ছে।
আপনি যদি অল্প পরিমান জিনিসপত্র রাখার জন্য একটি ফ্রিজ খুজে থাকেন তাহলে এই ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি আপনার জন্য সেরা হবে। যেহেতু দামেও অনেক কম এবং সহজ কিস্তিতে যেকোনো ওয়ালটনের শোরুমে পেয়ে যাবেন।
১। ওয়ালটন WFO-1A5-RXXX-XX ফ্রিজের দাম
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এর মধ্যে সর্বপ্রথম যে ফ্রিজটি চলে আসে সেটি হচ্ছে ওয়ালটন WFO-1A5-RXXX-XX মডেল। এই ওয়ালটন ফ্রিজটিতে রয়েছে এডভান্স কুলিং সিস্টেম ডিজাইন টেকনোলজি যেটা আপনার খাবারকে ঠাণ্ডা করবে অতি দ্রুত সময়ে। ফলে অধিক সময়ের জন্য আপনার খাদ্য থাকবে সতেজ এবং ফ্রেশ।
ওয়ালটন WFO-1A5-RXXX-XX ফ্রিজের বৈশিষ্ট্যঃ
- টাইপঃ ডিরেক্ট কুলিং
- ক্যাপাবিলিটি বা ক্ষমতাঃ ১১৫ লিটার
- ভোল্টেজ/ওয়াটঃ V 0101-220~240/ 50/ 69 অথবা V 0201-220~240/ 50/ 67
- কম্প্রেসরঃ RSCR
- ডোর লক সিস্টেম রয়েছে
- ফ্রিজ কালারঃ গোল্ড সিলভার ও অফ-হোয়াইট সিলভার
- দৈর্ঘ্যঃ 490 মিলিমিটার
- প্রস্থঃ 900 মিলিমিটার
- ফাস্টার কুলিং স্পিড
- ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক
প্রাইজঃ 15,200 টাকা।
মার্কেটে যত মডেলের ফ্রিজ পাওয়া যায় তার মধ্যে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটির দাম তুলনামুলক অনেক কম এবং গুনগতমানের দিক থেকে ভালো। আপনি যদি অল্প পরিমান জিনিসপত্র রাখার জন্য একটি ফ্রিজ খুজে থাকেন তাহলে এই ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি আপনার জন্য সেরা হবে।
২। ওয়ালটন WFD-1B6-GDEL-XX ফ্রিজের দাম
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ওয়ালটন WFD-1B6-GDEL-XX মডেলের ফ্রিজ।
এই মডেলের ফ্রিজটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক ন্যানো টেকনোলজি যেটা আপনার খাবারকে অধিক সময়ের জন্য ফ্রেশ এবং টাটকা রাখবে। এছাড়াও ফ্রিজটিতে ডাইরেক্ট কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
ফ্রিজটি দামেও অনেক সস্তা। আপনি যদি ১৫ থেকে ২০ হাজারের মধ্যে ওয়ালটন ফ্রিজ খুজে থাকেন তাহলে এই ফ্রিজটি আপনার জন্য সেরা হবে।
ওয়ালটন WFD-1B6-GDEL-XX ফ্রিজের বৈশিষ্ট্যঃ
- টাইপঃ ডিরেক্ট কুলিং
- ক্যাপাবিলিটি বা ক্ষমতাঃ ১৩২ লিটার
- ভোল্টেজ/ওয়াটঃ 220-240V~ এবং 50Hz
- কম্প্রেসরঃ RSCR
- কুলিং ইফেক্টঃ Freezer Cabinet Less than -18℃/ Refrigerator Cabinet 0℃ to +5℃
- ডোর লক সিস্টেম রয়েছে
- ডোর বাস্কেট সুবিধা রয়েছে
- ফ্রিজ কালারঃ গোল্ড সিলভার ও অফ-হোয়াইট সিলভার
- দৈর্ঘ্যঃ 512 মিলিমিটার
- প্রস্থঃ 1300 মিলিমিটার
- ফাস্টার কুলিং স্পিড
- ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক
প্রাইজঃ 20,990 টাকা।
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম বর্তমানে ১৪ থেকে ২০ হাজার টাকার মধ্যে মার্কেটে পাওয়া যায়। আপনার যদি বাজেট একটু কম হয় তাহলে ওয়ালটন ফ্রিজের ১১ সেফটি বেস্ট হবে। নিচে কিছু এই প্রাইজের ফ্রিজ তুলে ধরা হলো।
৩। ওয়ালটন WFS-TN3-RBXX-XX ফ্রিজের দাম
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এর মধ্যে ওয়ালটনের এই মডেলটি মার্কেটে একদম নতুন এসেছে। দামেও অনেক সস্তা। ফ্রিজটি আকারে অনেক ছোট। তাই যাদের খুব অল্প পরিমানের খাবার সংরক্ষনের প্রয়োজন তাদের জন্য এই মডেলের ফ্রিজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।
অন্যসব দামী ফ্রিজের মতো এই ফ্রিজেও ফাস্টার কুলিং সিস্টেম টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
ওয়ালটন WFS-TN3-RBXX-XX ফ্রিজের বৈশিষ্ট্যঃ
- টাইপঃ ডিরেক্ট কুলিং
- ক্যাপাবিলিটি বা ক্ষমতাঃ ৯৩ লিটার
- ভোল্টেজ/ওয়াটঃ 220~240V and 50Hz
- কম্প্রেসরঃ D43WY1 & RSIR
- কুলিং ইফেক্টঃ Freezer Cabinet Less than -6℃/Refrigerator Cabinet 0℃ to +7℃
- ফ্রিজ কালারঃ গোল্ড সিলভার ও অফ-হোয়াইট সিলভার
- দৈর্ঘ্যঃ 478 মিলিমিটার
- প্রস্থঃ 847 মিলিমিটার
- অভ্যন্তরীণ লাইট সুবিধা রয়েছে
- ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক
প্রাইজঃ 14,490 টাকা।
৪। ওয়ালটন WFD-1B6-GDEH-XX ফ্রিজের দাম
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এর মধ্যে এখন যেটার কথা বলবো এই ওয়ালটন ফ্রিজটি মার্কেটে একদম নতুন এসেছে। ফ্রিজটিতে দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এডভান্স কুলিং সিস্টেম ডিজাইন এবং ন্যানো সিলভার টেকনোলজি যেটা আপনার খাবারকে রাখবে সতেজ এবং ফ্রেশ।
ওয়ালটন WFD-1B6-GDEH-XX ফ্রিজের বৈশিষ্ট্যঃ
- টাইপঃ ডিরেক্ট কুলিং
- ক্যাপাবিলিটি বা ক্ষমতাঃ ১৩২ লিটার
- ভোল্টেজ/ওয়াটঃ 220-240V~ and 50Hz
- কম্প্রেসরঃ V 0201- RSIR
- কুলিং ইফেক্টঃ Freezer Cabinet Less than -18℃/Refrigerator Cabinet 0℃ to +5℃
- হ্যান্ডল সুবিধা রয়েছে
- ডোর লক সিস্টেম রয়েছে
- ১০০% কপার দ্বারা তৈরি
- অভ্যন্তরীণ লাইট সুবিধা রয়েছে
- ফ্রিজ কালারঃ গোল্ড সিলভার ও অফ-হোয়াইট সিলভার
- দৈর্ঘ্যঃ 555 মিলিমিটার
- প্রস্থঃ 1335 মিলিমিটার
- ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক
প্রাইজঃ 21,300
ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত
ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২৬০০০ টাকা থেকে শুরু করে প্রায় ৪০/৫০ হাজার টাকার মধ্যেও পাওয়া যায়। বাজেট অনুযায়ী বিভিন্ন গ্রাহকরা তাদের পছন্দের ফ্রিজটি কিনে থাকে। আপনার যদি ২০ হাজারের উপরে বাজেট থাকে তাহলে আমি বলবো ওয়ালটন ১২ সেফটির ফ্রিজ কিনতে। নিচে কিছু এই প্রাইজের ফ্রিজ তুলে ধরা হলো।
৫। ওয়ালটন WFA-1N3-GDSH-XX ফ্রিজের দাম
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এর মধ্যে এখন যেই ফ্রিজটির কথা বলবো সেটি এখনও আপকামিং। এই ওয়ালটন ফ্রিজটি মার্কেটে এখনও আসেনি। মাত্র ২২ হাজার টাকায় আধুনিক সব এডভান্স টেকনোলজি সম্পূর্ণ একটি ওয়ালটন ফ্রিজ পাওয়া যাবে যেটা আপনার খাবারকে ঠাণ্ডা করবে অতি দ্রুত সময়ে। ফলে অধিক সময়ের জন্য আপনার খাদ্য থাকবে সতেজ এবং ফ্রেশ।
এছাড়াও ১৯৩ লিটার ধারন ক্ষমতা রয়েছে এই আপকামিং ফ্রিজটিতে। ফ্রিজটিতে আরো আছে মেডিসিন বক্স আলাদাভাবে যেখানে সব ধরনের মেডিসিন সংরক্ষন করে রাখা যাবে।
ওয়ালটন WFA-1N3-GDSH-XX ফ্রিজের বৈশিষ্ট্যঃ
- টাইপঃ ডিরেক্ট কুলিং
- ক্যাপাবিলিটি বা ক্ষমতাঃ ১৯৩ লিটার
- ভোল্টেজ/ওয়াটঃ 220~240/ 50/ 57.4
- কম্প্রেসরঃ RSIR
- কুলিং ইফেক্টঃ Freezer Cabinet Less than -6℃/Refrigerator Cabinet +3℃ to +7℃
- ডোর পকেটঃ PS/5
- হ্যান্ডল সুবিধা রয়েছে
- অপ্টিমাল ডোর লক সিস্টেম রয়েছে
- ১০০% কপার দ্বারা তৈরি
- অভ্যন্তরীণ লাইট সুবিধা রয়েছে
- ফ্রিজ কালারঃ গোল্ড সিলভার ও অফ-হোয়াইট সিলভার
- দৈর্ঘ্যঃ 538 মিলিমিটার
- প্রস্থঃ 1230 মিলিমিটার
- ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক
প্রাইজঃ 22,850 টাকা।
৬। ওয়ালটন WFA-2A3-NEXX-XX ফ্রিজের দাম
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এর মধ্যে ওয়ালটনের WFA-2A3-NEXX-XX এই মডেলের ফ্রিজটিতে রয়েছে এডভান্স কুলিং সিস্টেম ডিজাইন টেকনোলজি খাবারকে সতেজ এবং ফ্রেশ রাখার জন্য, রয়েছে ভেজিটেবল রাখার বক্স, ডিম রাখার পকেট সিস্টেম।
এছাড়াও ফ্রিজটিতে ২১৩ লিটার ধারন ক্ষমতা রয়েছে যেখানে অধিক থেকে অধিকতর খাবার সংরক্ষন করে রাখা যাবে।
ওয়ালটন WFA-2A3-NEXX-XX ফ্রিজের বৈশিষ্ট্যঃ
- টাইপঃ ডিরেক্ট কুলিং
- ক্যাপাবিলিটি বা ক্ষমতাঃ ২১৩ লিটার
- ভোল্টেজ/ওয়াটঃ 220 ~ 240/ 50
- কম্প্রেসরঃ RSIR
- কুলিং ইফেক্টঃ Freezer Cabinet Less than -18℃/Refrigerator Cabinet 0℃ to +5℃
- ডোর পকেটঃ PVC/2
- অপ্টিমাল ডোর লক সিস্টেম রয়েছে
- ১০০% কপার কনডেনসার দ্বারা তৈরি
- দৈর্ঘ্যঃ 542 মিলিমিটার
- প্রস্থঃ 1500 মিলিমিটার
- ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক
প্রাইজঃ 24,990 টাকা।
ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি দাম কত
ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি দাম সর্বনিম্ন ১৯ হাজার টাকায় পাওয়া যায় যা অন্যোন্য ফ্রিজের দামের তুলনায় অনেক অল্প। নিম্ন বিত্ত পরিবারের জন্য এই ফ্রিজটি সবচেয়ে বেস্ট হবে। এছাড়াও যাদের সামান্য জিনিস সংরক্ষন করার প্রয়োজন তাদের জন্য এই ফ্রিজগুলো বেস্ট।
৭। ওয়ালটন WFA-2D4-GDEL-XX ফ্রিজের দাম
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এর মধ্যে ওয়ালটন WFA-2D4-GDEL-XX মডেলের এই ফ্রিজটিতে রয়েছে ডিরেক্ট কুলিং সিস্টেম ডিজাইন টেকনোলজি, ১০০% কপার কনডেনসার, আধুনিক ন্যানো প্রযুক্তি যেটা আপনার খাবারকে ঠাণ্ডা করবে অতি দ্রুত সময়ে এবং খাদ্য থাকবে আরো সতেজ এবং ফ্রেশ। এছাড়াও ফ্রিজটিতে ৫ স্টার এনার্জি রেটিং রয়েছে।
ওয়ালটন WFA-2D4-GDEL-XX ফ্রিজের বৈশিষ্ট্যঃ
- টাইপঃ ডিরেক্ট কুলিং
- ক্যাপাবিলিটি বা ক্ষমতাঃ ২৪৪ লিটার
- ভোল্টেজ/ওয়াটঃ 220-240V~ and 50Hz
- কম্প্রেসরঃ RSIR
- কুলিং ইফেক্টঃ Freezer Cabinet Less than -18℃/Refrigerator Cabinet 0℃ to +5℃
- ডোর পকেটঃ GPPS/4
- হ্যান্ডল সুবিধা রয়েছে
- ডোর লক সিস্টেম রয়েছে
- ১০০% কপার দ্বারা তৈরি
- ভেজিটেবল এবং ডিম রাখার সুবিধা রয়েছে
- ফ্রিজ কালারঃ গোল্ড সিলভার ও অফ-হোয়াইট সিলভার
- দৈর্ঘ্যঃ 545 মিলিমিটার
- প্রস্থঃ 1760 মিলিমিটার
- ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক
প্রাইজঃ 29,300 টাকা।
ওয়ালটন ফ্রিজ ১৮ সেফটি দাম কত
ওয়ালটন ফ্রিজ ১৮ সেফটি দাম সবথেকে বেশি সর্বনিম্ন দাম ৪৯ হাজার টাকা থেকে শুরু। দাম বেশি হওয়ার কারন হচ্ছে এই ফ্রিজগুলোর সাইজ তুলনামুলকভাবে অনেক বড় হয়ে থাকে। যেহেতু দাম বেশি তাই প্রচুর পরিমানে সুবিধা পাওয়া যাবে এই ওয়ালটন ফ্রিজ ১৮ সেফটি থেকে।
৮। ওয়ালটন WFC-3F5-GDXX-XX ফ্রিজের দাম
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এর মধ্যে সর্বশেষ যেই ফ্রিজটির কথা বলবো সেটি হচ্ছে ওয়ালটন WFC-3F5-GDXX-XX মডেলের একদম আধুনিক ফ্রিজ।
এই ফ্রিজটিতে রয়েছে পাওয়ারফুল কুলিং এর সাথে ফাস্ট কুলিং স্পিড টেকনোলজি, ডিইসিএস টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং সাথে রিয়েল টেম্পার গ্লাসডোর সুবিধা রয়েছে।
এছাড়াও ফ্রিজটি ১০০% কপার কনডেনসার দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে ফ্রিজে কখনো মরিচা ধরার ঝুকি নেই। খাবারকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষার জন্য রয়েছে এয়ার ফ্রেশ ফিল্টার।
ওয়ালটন WFC-3F5-GDXX-XX ফ্রিজের বৈশিষ্ট্যঃ
- টাইপঃ ডিরেক্ট কুলিং
- ক্যাপাবিলিটি বা ক্ষমতাঃ ৩৮০ লিটার
- ভোল্টেজ/ওয়াটঃ 220-240V~ and 50Hz
- কম্প্রেসরঃ RSIR
- কুলিং ইফেক্টঃ Freezer Cabinet Less than -18℃/Refrigerator Cabinet 0℃ to +5℃
- ৪টি ডোর বাস্কেট রয়েছে
- গ্রিপ হ্যান্ডল সুবিধা রয়েছে
- ডোর লক সিস্টেম রয়েছে
- ১০০% কপার দ্বারা তৈরি
- ভেজিটেবল এবং ডিম রাখার সুবিধা রয়েছে
- ফ্রিজ কালারঃ গোল্ড সিলভার ও অফ-হোয়াইট সিলভার
- দৈর্ঘ্যঃ 710 মিলিমিটার
- প্রস্থঃ 1910 মিলিমিটার
- ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক
প্রাইজঃ 38,990 টাকা।
তো এই ছিলো, জনপ্রিয় ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ এবং সাথে ওয়ালটন ফ্রিজের বর্তমান মূল্য কত সেটাও উল্লেখ করা হয়েছে। আশা করছি এখন আপনি এগুলোর থেকে নিজের পছন্দ অনুযায়ী ফ্রিজটি কিনতে পারবেন। এখন চলুন জেনে নেই কিস্তিতে কিভাবে ওয়ালটন ফ্রিজ কিনতে হয়।
ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম
দেশীয় পণ্য হিসেবে এখন প্রতিটা ওয়ালটন শোরুমে কিস্তিতে ফ্রিজ কেনার সুবিধা চালু আছে গ্রাহকদের জন্য। যাতে তারা মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিবারের জন্য একটি ওয়ালটন ফ্রিজ কিনতে পারে।
সাধারণত ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার জন্য ৪ ধরনের কিস্তি বর্তমানে চালু করা আছে বেশিরভাগ শোরুমে। গ্রাহক নিজের আর্থিক ক্ষমতা অনুযায়ী ৩ মাসের কিস্তি, ৬ মাসের কিস্তি, ১২ মাসের কিস্তি এমনকি সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতেও ওয়ালটন ফ্রিজ কিনতে পারবেন।
কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কেনার জন্য আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে যোগাযোগ করতে হবে। সেখানে গেলেই আপনাকে তারা কোন মাসে কত কিস্তির কত টাকা পরিশোধ করতে হবে ইত্যাদি কিস্তির সকল বিষয়গুলো বুঝিয়ে দিবে। এছাড়াও আপনি অনলাইনে ফ্রিজ অর্ডার করতে পারেন ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট বা দারাজ থেকে।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।