৫টি গাড়ি্র গেমস ডাউনলোড করুন
আপনি কি গাড়ি গেম খেলতে পছন্দ করেন? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমি ৫টি অসাধারণ গাড়ির গেমস ডাউনলোড লিঙ্ক সহ শেয়ার করবো যেগুলো আপনি খেলতে পারেন।
তাহলে চলুন শুরু করা যাক,
গুগল প্লে স্টোরে প্রচুর গাড়ি গেম রয়েছে কিন্তু সেগুলো থেকে সেরা গেমগুলো কোনটি অনেকেই জানে না। তাই আজকের এই পর্বে বাছাইকৃত ৫টি গাড়ির গেম নিয়ে রিভিউ করা হবে।
৫টি অসাধারণ গাড়ির গেমস ডাউনলোড
১। Racing Fever: Moto
যারা মোটর গেম প্রছন্দ করেন তাদের জন্য এই গেমটি সবথেকে বেস্ট হবে।
আশ্চর্যজনক রেসিং অভিজ্ঞতা এবং অসাধারণ সব গ্রাফিক্স সহ গেমটিতে রয়েছে সব ধরনের ফিচার এবং অপ্সন। এছাড়াও গেমটিতে রয়েছে 4টি ভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা যেগুলো আপনার খেলাকে আরো বাস্তবসম্মত করে গড়ে তুলবে। সবগুলো ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করে রেসের উপর আপনার নিয়ন্ত্রণ বাড়াতে পারেন।
রয়েছে বাস্তবসম্মত মডেলের মোটরসাইকেল, 16টি ভিন্ন মোটরসাইকেলের মডেল যেগুলো নিজের মতো করে ডিজাইন পরিবর্তন করে নিতে পারবেন।
4 টি ভিন্ন কন্ট্রোল সিস্টেম রয়েছে যেগুলো আপনি আপনার ফোন কাত করে বা স্ক্রীন স্পর্শ করে আপনার বাইক নিয়ন্ত্রণ করতে পারবেন।
২। Traffic Rider
দ্বিতীয় অবস্থানে যেই গেমটি রয়েছে সেটি হচ্ছে Traffic Rider।
এটি গুগল প্লে স্টোরের অন্যতম পাওয়ারফুল একটি গেম। গেমটিতে রয়েছে অসাধারণ কিছু ফিচার এবং অপ্সন যা অন্য গেমগুলো থেকে আলাদা করেছে।
- চালকের ক্যামেরা ভিউ সামনে এবং পিছন থেকে দেখা যাবে
- রয়েছে 29টি মোটরবাইক যেগুলোর ডিজাইন এবং ফিচার অসাধারণ
- মোটর শব্দগুলো একদম বাস্তব বাইক থেকে রেকর্ড করা
- খুবই উন্নতমানের গ্রাফিক্স বিশেষ করে দিন এবং রাতের পরিবেশটি অসাধারণ
- আরো রয়েছে 70+ মিশন সহ ক্যারিয়ার মোড
- বিশ্বের প্রায় 19টি ভাষা সাপোর্ট করে
৩। Earn to Die 2
এই গেমটির প্রথম পার্টটি অনেক জনপ্রিয়তা পাওয়ার কারনে এর দ্বিতীয় পার্ট নিয়ে এসেছে। গেমটি আপনি অফ্লাইনেও খেলতে পারবেন। গেমটি জম্বি নির্ভর মানে জম্বিকে মেরে আপনাকে টিকে থাকতে হবে।
Earn to Die 2 গেমটিতে প্রচুর চ্যালেঞ্জ নির্ভর লেভেল রয়েছে যেগুলো আপনার পার করতে হবে জিতার জন্য।
এছাড়াও রয়েছে মাল্টি-টায়ার্ড লেভেল যেখান থেকে আপনাকে গাড়ি দিয়ে ড্রাইভ করতে হবে কারন আপনি যে পথ বেছে নিন না কেন, আপনি জম্বি বাহিনী থেকে পালাতে পারবেন না। তাই আপনার একমাত্র উপায় হল তাদের মধ্য দিয়ে চূর্ণ করা।
গেমটিতে আরো আছে জম্বি-স্ম্যাশিং মেশিন, একটি স্পোর্টস কার, একটি ফায়ার ট্রাক এবং এমনকি একটি আইসক্রিম ভ্যান সহ 10টি ভিন্ন যান যেগুলো সময়ে সময়ে আনলক এবং আপগ্রেড করা যাবে।
৪। Beach Buggy Racing
Beach Buggy Racing গেমটি মূলত অফ রোড গেম। এবং এটিও একটি অফলাইন গেম। ইন্টারনেট না থাকলেও গেমটি আপনি অনায়াসে খেলতে পারবেন।
গেমটি দেখতে দুর্দান্ত 3D রেসিং গেমের মতো। এছাড়াও কাস্টমাইজ করার জন্য রয়েছে শীতল গাড়ি, ট্রাক যেগুলো নিজের মতো করে গ্যারেজ থেকে আপগ্রেড করে ব্যবহার করতে পারবেন।
গেমটিতে রয়েছে অসাধারণ সব লোকেশন যেমন,ডাইনোসর-আক্রান্ত জঙ্গল, লাভা-স্পুইং আগ্নেয়গিরি, সুন্দর সৈকত এবং রহস্যময় জলাভূমি ইত্যাদি যেখান থেকে আপনি রেস করতে পারবেন।
আরো রয়েছে 15টি দর্শনীয় রেস ট্র্যাক যেগুলো রেসিং করার জন্য ব্যবহার করা যাবে।
৫। Dr. Driving
আমার সবথেকে প্রিয় একটি গেম হচ্ছে এই Dr. Driving। এটার আরো একটি পার্ট রয়েছে। দুইটি অনেক জনপ্রিয় গেম।
গেমটি আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই খেলতে পারবেন। এছাড়াও গেমটি একা বা সিঙ্গেল এবং মাল্টি প্লেয়ার খেলা যাবে।
গেমটিতে অনেকগুলো লেভেল রয়েছে এবং প্রতিটা লেভেলে অসাধারণ সব লোকেশন, চ্যালেঞ্জ রয়েছে যেগুলো পার করে আপনাকে জিততে হবে।
তো এই ছিলো, ২০২২ সালের ৫টি অসাধারণ গাড়ি গেম ডাউনলোড লিঙ্ক সহ। এখনই প্লে স্টোর থেকে আপনার পছন্দের গেমস ডাউনলোড করুন।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।