৫টি সেরাপ্রোডাক্ট রিভিউ

৫টি গাড়ি গেম ডাউনলোড করুন

আপনি কি গাড়ি গেম খেলতে পছন্দ করেন? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমি ৫টি অসাধারণ গাড়ি গেম ডাউনলোড লিঙ্ক সহ শেয়ার করবো যেগুলো আপনি খেলতে পারেন।

তাহলে চলুন শুরু করা যাক,

গুগল প্লে স্টোরে প্রচুর গাড়ি গেম রয়েছে কিন্তু সেগুলো থেকে সেরা গেমগুলো কোনটি অনেকেই জানে না। তাই আজকের এই পর্বে  বাছাইকৃত ৫টি গাড়ির গেম নিয়ে রিভিউ করা হবে।

১। Asphalt 8 – Car Racing Game

Asphalt 8 - Car Racing Game

গাড়ির গেমগুলোর মধ্যে যতগুলো গেম রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি গেম হচ্ছে asphalt সিরিজের গেমগুলো।

asphalt সিরিজের গেমগুলোর সাইজ বড় হলেও এগুলোর ভিউজুয়াল গ্রাফিক্স, ফিচার ইত্যাদি দারুণ। গেমটি অনলাইন এবং অফলাইন দুইভাবেই খেলা যাবে।

asphalt সিরিজের প্রতিটি গেমের মধ্যে ৩০০ এর উপরে লাইসেন্স গাড়ি রয়েছে এবং কিছু রেডিমেট প্যাকেজ রয়েছে যেগুলো ফ্রিতে এবং কিনে ব্যবহার করা যাবে।

asphalt সিরিজের গেমের বৈশিষ্ট্যঃ

  1. ৩০০ এর উপরে হাই কোয়ালিটি গাড়ি এবং মোটরবাইক রয়েছে
  2. রেসারকে নিজের মতো করে এডিট করার অপ্সন রয়েছে
  3. গেমটি সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার সুবিধা রয়েছে অর্থাৎ একজন বা একাধিক প্লেয়ার একসাথে খেলতে পারবে

গেম ডাউনলোড করুন

২। Real Racing 3

Real Racing 3

গাড়ির গেমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে দ্বিতীয় তালিকায় যেই গেমটি রয়েছে সেটি হচ্ছে Real Racing 3।

এই গেমটি অনেক পাওয়ারফুল, এই কারনে প্রায় সব ধরনের ডিভাইসে সাপোর্ট করে না। গেমটি খেলার জন্য অবশ্যই উন্নতমানের একটি স্মার্টফোন প্রয়োজন হবে।

Real Racing 3 একটি পুরস্কারপ্রাপ্ত গেম যেটি প্রায় ৫০০ মিলিয়নের উপরে ডাউনলোড করা হয়েছে।

Real Racing 3 গেমের বৈশিষ্ট্যঃ

  1. গেমটিতে রয়েছে ৪০টির উপরে ট্রাক এবং সাথে ১৯টি লোকেশন বা জায়গা
  2. গেমটিতে ৩০০ এর উপরে গাড়ির সুবিধা দেয়া হয়েছে যেমন, Ford, Aston Martin, McLaren, Koenigsegg and Bugatti
  3. ১৯টি মাল্টি ফাংশনের ট্রাক রয়েছে
  4. গেমটি একসাথে ৮ জন প্লেয়ার খেলা যাবে অর্থাৎ মাল্টি প্লেয়ার সুবিধা রয়েছে

Real Racing 3 গেমটি খেলার জন্য আপনার মোবাইলে অবশ্যই ২.৫ জিবির মতো স্পেস খালি থাকতে হবে নাহলে ফোনটি ইন্সটল হবে না।

গেম ডাউনলোড করুন

৩। Need for Speed™ No Limits

Need for Speed™ No Limits

তৃতীয় তালিকায় যেই গেমের কথা আমরা জানবো সেটি হচ্ছে Need for Speed™ No Limits।

আমার দেখা সবথেকে পাওয়ারফুল এবং জনপ্রিয় গাড়ির গেম হচ্ছে এই Need for Speed™ No Limits গেমটি। কারন অন্যসব গেম খেলার জন্য মোবাইল ডিভাইস সাপোর্ট সিস্টেম রয়েছে কিন্তু এই গেমে এমন কোনো ধরনের অসুবিধা হবে না। যেকোনো ডিভাইসে খেলা যাবে।

Need for Speed™ No Limits গেমটির গ্রাফিক্স অনেক ক্লিয়ার এবং স্মথলি খেলা যাবে, কোনো ধরনে হেঙ্ক করবে না।

গেমটিতে প্রায় ১ হাজারের উপরে চ্যালেঞ্জ লেভেল রয়েছে।

Need for Speed™ No Limits গেমটি শুধু অনলাইনে খেলা যাবে। অফলাইনে খেলার কোনো সিস্টেম আপাদত নেই।

গেম ডাউনলোড করুন

৪। CSR 2

CSR 2

অন্যসব গাড়ির গেমগুলোর মধ্যে এই CSR 2 গেমটিও অনেক জনপ্রিয়। গুগল প্লেস্টোরে প্রায় 4,668,077 মানুষের রেটিং নিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে।

গেমটিতে হাই কোয়ালিটি গ্রাফিক্স, ফিচার, অপ্সন রয়েছে তাই জেকোনো ডিভাইসে খেলা যাবে না। অবশ্যই উন্নতমানের স্মার্টফোন লাগবে গেমটি খেলার জন্য।

গেমটিতে Elite Tuners, single-player drag সহ অনেক ধরনের সুবিধা রয়েছে। নিজের পছন্দমতো গাড়ি তৈরি করে নেয়ার জন্য গেমটিতে রয়েছে driving simulator এবং ১ হাজারের উপরে এডিটিং অপ্সন।

গেম ডাউনলোড করুন

৫। Hill Climb Racing

Hill Climb Racing

গাড়ির গেমের মধ্যে ছোটবেলায় সবথেকে বেশি যেই গেমটি খেলা হতো সেটি হচ্ছে Hill Climb Racing।

অসাধারণ সব ফিচার, হাই কোয়ালিটি গ্রাফিক্স, বিভিন্ন গাড়ির সুবিধা, মাল্টি লেভেলের গেম যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে এই গেমটি আপনার জন্য সেরা হবে।

গেমটিতে শুধু গাড়ি নয়, সাথে ট্রাক, ট্রাক্টর, মোটরবাইক, টুরিস্ট বাস, এ্যাম্বুলেন্স, রেস কার সহ অনেক ধরনের গাড়ির সুবিধা রয়েছে প্লেয়ারদের জন্য।

Hill Climb Racing গেমের বৈশিষ্ট্যঃ

  1.  ⚡ Offline Play – Play offline whenever & wherever!
  2. 🚗 Vehicles – Unlock 29+ vehicles and choose the best one for your playstyle
  3. 🔧 Upgrade – Improve the engine, suspension, tires & 4WD of your vehicles
  4. ⛰️ Drive – 28+ stages that are literally endless
  5. 👍 Optimized – Plays well on high and low resolution devices with very little memory requirements
  6. 🛠 Garage mode – build and drive your dream vehicle with custom parts!

গেম ডাউনলোড করুন

তো এই ছিলো, ২০২২ সালের ৫টি অসাধারণ গাড়ি গেম ডাউনলোড লিঙ্ক সহ।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!