সৌরজগতে গ্রহ কয়টি? ৮টি নাকি ১১টি (বিস্তারিত জানুন)
আপনি কি জানেন সৌরজগতে বর্তমানে গ্রহ কয়টি আছে এবং সেই গ্রহ কি কি? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমরা বিস্তারিত জানবো সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি, পৃথিবীর উপগ্রহ কয়টি, গ্রহের ইংরেজি নাম ইত্যাদি।
তো চলুন শুরু করা যাক,
সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি
আমাদের সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে। সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এছাড়াও প্লুটো নামে আরো একটি গ্রহ রয়েছে কিন্তু ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের বিজ্ঞানীরা গ্রহের তালিকা থেকে প্লুটোকে বাদ দেন। কারণ এটি অন্যান্য গ্রহের তুলনায় অনেক ছোট এবং একে পরিপূর্ণ গ্রহ হতে অনেক সময় লাগবে।
প্লুটোকে এখন ‘বামন গ্রহ‘ বলে আখ্যায়িত করা হয়। আর প্লুটোর সাথে সাথে এরিস ও সেরেস এরাও বামন গ্রহ নামে পরিচিত।
এই ৮টি গ্রহ ছাড়াও সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে বৃহৎ উল্কাপিণ্ড, ধুমকেতু ও অসংখ পাথর।
এছাড়াও অন্যান্য নক্ষত্রের চারদিকে ঘূর্ণায়মান অনেক গ্রহের সন্ধান পাওয়া গেছে ইতিমধ্যে। সেগুলোকে একত্রে ‘এক্সোপ্ল্যানেট’ বলা হয়।
এখন চলুন সবগুলো গ্রহের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।
১। শুক্র
সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র। এই গ্রহটিতে বাতাস এতটায় ঘন আর কার্বন-ডাই-অক্সাইডের পরিমান এত বেশি যে, শুক্র গ্রহের বায়ুমণ্ডল পুরোটাই হলো একটা বিশাল গ্রীনহাউস। শুক্রের পৃষ্ঠের সবদিকেই তাপমাত্রা সারা বছর জুড়ে ৪৬০ ডিগ্রীর আশেপাশে থাকে।
২। বৃহস্পতি
সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি বা Jupiter। বৃহত্তম গ্রহ হওয়ায় প্রাচীন রোমান দেবতা Jupiter এর নাম অনুসারে Jupiter নামটি হয়।
৩। বুধ
বুধ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এই গ্রহের কোনো উপগ্রহ নাই।
বুধ গ্রহের আয়তন: : ৬.০৮৩×১০^১০ ঘন কি.মি. যা পৃথিবীর আয়তনের ০.০৫৬ গুন।
৪। পৃথিবী
পৃথিবী সূর্যের নিকটতম গ্রহ এবং সৌরজগতের তৃতীয় গ্রহ। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার । চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
৫। মঙ্গল
মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। মঙ্গলে ফোবাস ও ডিসোস নামে দুটি উপগ্রহ রয়েছে।
৬। শনি
শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার । শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর ৬২ টি উপগ্রহ আছে।
৭। ইউরেনাস
ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তমগ্রহ। এ গ্ৰহটি সূর্য থেকে ২৮৭ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর উপগ্রহ সংখ্যা ২৭ টি।
সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি
সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। কারন এই গ্রহটির গড় তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহের বায়ুমণ্ডলে বেশিরভাগই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ।
সূর্যের দূরত্বের বিচারে, নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ যার সূর্য থেকে দূরত্ব ৪.৫০ বিলিয়ন কিলোমিটার।
আপনি কি জানেন?
বিজ্ঞান কি। বিজ্ঞান কত প্রকার ও কি কি
গুগল অর্থ কি?গুগল কি একটা ওয়েবসাইট না সফটওয়ার
ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার গড়ুন
পৃথিবীর উপগ্রহ কয়টি
বর্তমানে সৌরজগতে ২১৪ টি প্রাকৃতিক উপগ্রহ আছে, এগুলোর মধ্যে শনি গ্রহের ৮২ টি উপগ্রহ, বৃহস্পতি গ্রহের ৭৯ টি , ইউরেনাস গ্রহের ২৭ টি, নেপচুন গ্রহের ১৪ টি, মঙ্গল গ্রহের ২ টি, এবং পৃথিবীর ১ টি মাত্র উপগ্রহ রয়েছে।
সৌরজগতে আটটি গ্রহের মধ্যে বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই।
এছাড়াও বামনগ্রহের মর্যাদা পাওয়া প্লুটোর ৫টি, হায়োমেয়ার ২টি, ম্যাকিম্যাকির ২টি, এবং এরিসের ১টি উপগ্রহ রয়েছে।
এছাড়া ১লা জানুয়ারি ২০২১ এর রেকর্ড অনুযায়ী ৩,৩৭২ টি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে।
গ্রহের ইংরেজি নাম
সৌরজগৎ এর সকল গ্রহের ইংরেজী নাম গুলো হচ্ছে ১. Mercury (বুধ) ২. Venus (শুক্র) ৩. Earth (পৃথিবী) ৪. Mars (মঙ্গল) ৫. Jupiter (বৃহস্পতি) ৬. Saturn (শনি) ৭. Urenus ৮. Neptune ৯. pluto।
গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য কী
এখন চলুন জেনে নেই এই গ্রহ এবং উপগ্রহের মধ্যে আসলে পার্থক্য কি?
১। গ্রহগুলি নির্দিষ্ট কক্ষে থেকে সূর্যের চারদিকে পরিক্রমণ করে
২। উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষে থেকে গ্রহকে প্রদক্ষিণ করে।
৩। একেকটি গ্রহ উপগ্রহের তুলনায় আকারে বড়ো হয়।
৪। কিন্তু একেকটি উপগ্রহ গ্রহের তুলনায় বড় হয় না অর্থাৎ আকারে ছোট হয়।
৫। গ্রহ তুলনামূলক ঠাণ্ডা
৬। একেকটি গ্রহের আকৃতি গোলাকার হয়।
উপরোক্ত পার্থক্যগুলো গ্রহ এবং উপগ্রহের মধ্যে দেখা যায়। তবে প্লুটোকে গ্রহ থেকে বাদ দেয়া হয়েছিলো কারন প্লুটো নেপচুনের সঞ্চারপথকে ছেদ করতো।
তো এই ছিলো, সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি, পৃথিবীর উপগ্রহ কয়টি, গ্রহের ইংরেজি নাম ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।