বাংলা পিডিএফ বইঅন্যান্যরিসোর্স

Html শেখার বই pdf download

আপনি কি এইচটিএমএল শিখতে চাচ্ছেন তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আপনি Html শেখার বই pdf ভার্সন ডাউনলোড করতে পারবেন যেটার মাধ্যমে খুব সহজেই এইচটিএমএল এর সবকিছু শেখা যাবে। আর যেহেতু এটি একটি পিডিএফ বই তাই বইটি যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং যেকোনো সময়ে পড়তে পারবেন। তাই চলুন শুরু করা যাক।

Html শেখার বই pdf ভার্সনটি শেয়ার করার আগে চলুন আমরা কিছু বিষয় জেনে নেই।

html শেখার জন্য বা এইচটিএমএল এ এক্সপার্ট হওয়ার জন্য আমাদের এমন কিছু বিষয় শিখতে হবে যেগুলো সাধারণত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম হচ্ছে html tag। এই বিষয়টা যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে এইচটিএমএল আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। যেকোনো ধরনের ওয়েবসাইটের লেয়াউট তৈরি করে ফেলতে পারবেন খুব অনায়াসে। তাই নিচে কিছু প্রয়োজনীয় এবং সবথেকে বেশি ব্যবহার হয় এমন html tag list দেয়া হলো। এগুলো প্রথমেই পড়ে শেষ করে ফেলেন।

  • HTML headings tag
  • HTML paragraph tag
  • HTML Images tag
  • HTML Tables tag
  • HTML Lists tag
  • HTML Text Formatting tag

এই html tag list গুলোর প্রত্যেকটির মধ্যে আলাদা আলাদা অনেকগুলো ট্যাগ রয়েছে, যেমন হেডিং ট্যাগ এ ৬টি ট্যাগ রয়েছে। তাই প্রথমেই সেগুলো বিস্তারিত চর্চা করতে হবে।

আরো পড়ুনঃ

  1. ৫টি সেরা মোটিভেশনাল বই PDF free download
  2. এফিলিয়েট মার্কেটিং বই PDF free download
  3. ফ্রিলান্সিং মার্কেটপ্লেস বই PDF free download

html tag list গুলো শেষ করার পর আপনাকে আরো কিছু এইচটিএমএল বিষয় শিখতে হবে যেগুলো যেকোনো ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজন হবে। যেমন HTML Forms, HTML Graphics, HTML Media, HTML Iframes ইত্যাদি। এগুলো শিখতে পারলেই আপনি এইচটিএমএল এ এক্সপার্ট হতে পারবেন। তবে শুধু শিখলেই হবে না। নিয়মিত অনুশীলন করতে হবে, ট্যাগগুলো বার বার লিখে দেখতে হবে কোনটার কি কাজ।

এছাড়াও আপনি যদি এইচটিএমএল ভালো করে শিখতে পারেন তাহলে পরবর্তীতে অন্য কোনো ভাষা, যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখতে আপনার অনেক সহজ হবে। খুব তারাতারি শিখতে এবং বুঝতে পারবেন।

Html শেখার জন্য আপনি w3schools ভিজিট করতে পারেন। সেখানে ধাপে ধাপে টিউটোরিয়াল দেয়া আছে। আপনার শেখার যাত্রাটা অনেক সহজ হবে। সাথে এইচটিএমএল প্র্যাকটিস করার জন্য কোড এডিটর দেয়া আছে। আপনি চাইলে সেখানে কোড লিখে অনুশীলন করতে পারেন।

পড়তে পারেনঃ

  1. বেলা ফুরাবার আগে পিডিএফ বইটি ডাউনলোড করে নিন
  2. প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড করে নিন
  3. ওয়েব ডিজাইন শেখার বই পিডিএফ ফ্রি ডাউনলোড
  4. গ্রাফিক্স ডিজাইন শেখার বই পিডিএফ ফ্রি ডাউনলোড

Html শেখার বই pdf সম্পর্কে কিছু কথা

এখন চলুন আপনাকে একটি Html শেখার বই pdf ভার্সন দিয়ে দেই যাতে আপনি খুব সহজেই মোবাইলে রেখেই শিখে নিতে পারেন। বইটি পুরোটাই এইচটিএমএল এর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে যাতে একটি বইয়েই এইচটিএমএল এর সবকিছু শিখতে পারেন। বইটির মধ্যে এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ, এলিমেন্টস, ফরম্যাট, এইচটিএমএল কমেন্টস, ইমেজ, টেবিল, লিস্ট, ব্লক, লিঙ্ক ইত্যাদি প্রায় সবকিছু দেয়া আছে যাতে আপনার অন্য কোথাও না যেতে হয়।Html শেখার বই

এছাড়াও একটি ওয়েবসাইট কিভাবে এইচটিএমএল দিয়ে তৈরি করতে হয় সেটাও উল্লেখ আছে এই বইটিতে। আশা করছি, আপনার অনেক উপকার হবে বইটি পড়ে।  বইটি ইংরেজিতে লেখা এবং মোট ৪২২টি পেজ আছে। তবে ইংরেজি নিয়ে ভয় পাবার কিছু নেই। কিভাবে ইংরেজি শিখতে হবে এটা নিয়ে আর্টিকেল আছে আপনি পড়ে নিতে পারেন।

যাইহোক, Html শেখার বই pdf ভার্সনটি এখনই নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে রাখুন আপনার হাতের মোবাইল ফোনটিতে। বইটি ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।

Html শেখার বই pdf

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!