আপনি কি জানেন?অন্যান্যকি কেন কিভাবে

তথ্য কি? তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য

আপনি কি জানেন তথ্য কি, তথ্য কাকে বলে? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমরা জানবো তথ্য কি, তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, তথ্য প্রযুক্তি কি, তথ্য কি কত প্রকার ইত্যাদি।

তো চলুন শুরু করা যাক,

তথ্য কি

তথ্য হলো যা বুঝা যায়, বহন করা যায়, লেখা যায়, পড়া যায়। অর্থাৎ, কোন অর্থবহ প্রক্রিয়াজাতকৃত বা সংগৃহীত ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মত সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলা হয়। সুতরাং, উপাত্তের একত্রিত রূপই হলো তথ্য।

কম্পিউটারের ভাষায়, তথ্য হচ্ছে কিছু প্রক্রিয়াজাত ডেটা, যার উপর ভিত্তি করে কোন নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়।

প্রকৌশলী মুজিবুর রহমানের মতে,

কোন বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের ফলে প্র্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে।

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তথ্য বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন,

দর্শনশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে,

” কোনো উপাত্তকে যখন বিশ্লেষণ ও ব্যাখ্যাদানের মাধ্যমে রূপান্তরিত করে এমন একটি রূপ প্রদান করা হয়, যাতে সেটিকে কোনও সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগানো যায়, তখন সেটিকে তথ্য বলে। ”

জ্ঞানতত্ত্বের দৃষ্টিকোণ থেকে,

” তথ্য হল এমন কিছু যা যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে কোনও যথাযথ প্রাপকের কাছে জ্ঞাপিত হবার পরে ব্যাখ্যালাভ করে ও রূপান্তরিত হয়ে সেই প্রাপকের জ্ঞানের অবস্থায় পরিবর্তন সাধন করে। ”

বাগর্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে,

কোনো বার্তার যা কিছু প্রাপকের কাছে অর্থ বহন করে, তাকে তথ্য বলে।

মনোবিজ্ঞান শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, 

তথ্য হল সেই উপাত্ত, যার প্রতি কোনও ব্যক্তি প্রতিক্রিয়া প্রদর্শন করে এবং যা কোনও বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট।

তথ্য কাকে বলে

কোনো উপাত্ত বা ডাটা প্রক্রিয়া করনের ফলে যা পাওয়া যায় তাই হলো তথ্য।

তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা বা উপাত্ত। যা এলোমেলো বা অগোছালো কয়েকটি অক্ষর,সংখ্যা,চিহ্ন বা যে কোন কিছু হতে পারে।

এটি একটি ডেটা বা উপাত্তের সেট যা প্রদত্ত প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থবহ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়।

যেকোনো তথ্যকে অর্থবহ এবং দরকারী করে তোলার জন্য প্রক্রিয়াজাতকরণ, কাঠামোগত বা প্রদত্ত প্রসঙ্গে উপস্থাপন করা হয়।

যেমন, সাকিব একজন চাকরিজীবী,তার বাবার নাম আরিফ খান, তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো, এখন সে অবসরে আছেন, তাই সাকিব বিয়ে না করে এখনো চাকরি করছে। এই সবগুলো সাকিবের তথ্য।

তথ্য কি

উপাত্ত কাকে বলে

তথ্য কি বা তথ্য কাকে বলে এটা তো জেনে গেলাম। এখন চলুন জেনে নেই, উপাত্ত কি বা উপাত্ত কাকে বলে?

বিক্ষিপ্ত অবস্থায় থাকা যে কোনো বর্ণ, চিহ্ন বা সংখ্যা হলো ডেটা। অর্থাৎ, সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্যে প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে।

ডেটা শব্দটি একবচন ল্যাটিন শব্দ, ড্যাটাম থেকে এসেছে, যার মূল অর্থ “প্রদত্ত কিছু”। এর প্রাথমিক ব্যবহার 1600 এর দশকের। সময়ের সাথে সাথে “ডেটা” ডেটামের বহুবচন হয়ে উঠেছে।

উপাত্ত থেকে কোন বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না। তাই তথ্যের প্রয়োজন হয়।

প্রকৌশলী মুজিবুর রহমানের মতে,

ডেটা একটি একক ধারনা অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককই হচ্ছে ডেটা। Datum শব্দের বহুবচন হল ডেটা (Data) যার অর্থ (Fact)। ডেটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা হতে পারে।

ডেটা বা উপাত্ত সরাসরি ব্যবহার করা যায় না। উপাত্তকে প্রক্রিয়াকরণ করতে হয়। প্রক্রিয়াকরনের ফলে একটি পরিপূর্ণ তথ্য পাওয়া যায়।

আপনি কি জানেন?

বিজ্ঞান কি। বিজ্ঞান কত প্রকার ও কি কি

গুগল অর্থ কি?গুগল কি একটা ওয়েবসাইট না সফটওয়ার

ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার গড়ুন 

তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য

তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য হচ্ছে তথ্য একটি ডেটা বা উপাত্তের সেট, আর ডেটা বা উপাত্ত হলো কাঁচামাল বা অগুছালো সংখ্যা, বর্ণ এবং অসংগঠিত তথ্য। তথ্য থেকে কোন বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায়।

এছাড়াও আরো কিছু পার্থক্য রয়েছে। যেমন,

তথ্যঃ

  • তথ্য কম্পিউটার থেকে প্রাপ্ত একটি আউটপুট।
  • তথ্য ডেটা বা উপাত্তের উপর নির্ভরশীল।
  • ডেটা প্রক্রিয়াকরণের পর তথ্যে রূপান্তরিত হয়।
  • তথ্য হারিয়ে গেলে, এটি ডেটা থেকে পুনরুদ্ধার করতে পারে।
  • তথ্য অর্থবহ এবং মূল্যবান।
  • এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর অর্থপূর্ণ ফলাফল হিসেবে তথ্য পাওয়া যায়।
  • সব তথ্য উপাত্ত হতে পারে।
  • তথ্য সরাসরি ব্যবহার করা যায় ।
  • তথ্য সাধারণত প্রক্রিয়াকরণ করতে হয় না।
  • তথ্য সজ্জিত অবস্থায় থাকে।

উপাত্ত:

  • ডেটা বা উপাত্ত হলো কাঁচামাল বা অগুছালো সংখ্যা, বর্ণ এবং অসংগঠিত তথ্য যার প্রক্রিয়া করা প্রয়োজন।
  • এটি সব সময় অর্থপূর্ণ নয় এবং মূল্যহীন।
  • প্রতিটি শিক্ষার্থীর পরীক্ষার স্কোর ডেটার একটি উদাহরন।
  • এটি কেবল বর্ণ এবং সংখ্যা।
  • ডেটা বা উপাত্ত কম্পিউটারের জন্য একটি ইনপুট।
  • ডেটা হারিয়ে গেলে, এটি পুনরুদ্ধার করা যায় না।
  • উপাত্ত হল, তথ্যের ক্ষুদ্রতম একক। অর্থাৎ, উপাত্ত একটি একক ধারণা।
  • সব উপাত্ত তথ্য নয়।
  • উপাত্তকে সরাসরি ব্যবহার করা যায় না। উপাত্তকে প্রক্রিয়াকরণ করতে হয়।
  • উপাত্ত তথ্যের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়।

এগুলোই হলো তথ্য ও উপাত্তের মধ্যে মুল পার্থক্য। এখন আশা করছি বুঝতে পারছেন তথ্য কি, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য।

তো এই ছিলো, তথ্য কি, তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, তথ্য প্রযুক্তি কি, তথ্য কি কত প্রকার ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!