গুগল অ্যাডসেন্স দিয়ে কিভাবে ইনকাম করতে হয়
গুগল অ্যাডসেন্স একাউন্ট কিঃ
গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করেঃ
- এডভারটাইজার বা বিজ্ঞাপনদাতা
- পাবলিশার বা প্রকাশক
এডভারটাইজাররা গুগল এড ব্যবহার করে বিজ্ঞাপন দেয় তাদের বিজনেসকে প্রচার করার জন্য। অন্যদিকে পাবলিশাররা তাদের বিভিন্ন মাধ্যম ( ওয়েবসাইট এবং ইউটিউব ) ব্যবহার করে সেখানে সেই বিজ্ঞাপনগুলো প্রচার করে।
যেমন ধরুন, কেউ একজন $১০০ খরচ করে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে বিজ্ঞাপন দিলো। তখন গুগল সেই বিজ্ঞাপনগুলো ইউটিউব এবং ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিবে। বিনিময়ে ইউটিউব চ্যানেলের মালিকরা ৫১% শেয়ার পাবে, গুগল নিবে বাকি ৪৯%। আর অন্যদিকে ওয়েবসাইট যদি হয় তাহলে ওয়েবসাইটের মালিকরা সেই $১০০ এর প্রায় ৬৮% শেয়ার পাবে আর বাকি ৩২% গুগল নিয়ে যাবে। আর এইভাবে দুইপক্ষই লাভবান হয়।
গুগল অ্যাডসেন্স দিয়ে কিভাবে ইনকাম করা যায়
- ইউটিউব চ্যানেল তৈরি করে
- একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে
আপনি যদি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে গুগল অ্যাডসেন্স এর সাথে কাজ করতে পারেন। আর যদি লিখিত কন্টেন্ট যাকে ইন্টারনেট এর ভাষায় কন্টেন্ট রাইটিং বা ব্লগিং বলা হয় সেটা নিয়ে কাজ করতে চান তাহলে আপনার একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হবে। ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল দুটোতেই গুগল অ্যাডসেন্স পাওয়া যায়। তবে ওয়েবসাইট থেকে ইউটিউব চ্যানেলের এডসেন্স একাউন্ট পাওয়া তেমন কষ্টসাধ্য নয়। এটা খুব সহজেই পাওয়া যেতে পারে। ৪-৫ ভিডিও আপলোড করলেই এডসেন্স একাউন্টের অনুমোদন পাওয়া সম্ভব যদি ভিডিওগুলো ভাইরাল হয়। ইউটিউব চ্যানেল থেকে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য অবশ্যই গত ১ বছরের মধ্যে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম এবং ১ হাজার সাবস্ক্রাইবার লাগবে। আর ওয়েবসাইটে ৩০-৪০টি একদম ইউনিক কন্টেন্ট এবং কপিরাইটমুক্ত লেখা পাবলিশ করতে হবে। এছাড়াও আজকাল blogger থেকেও সহজেই এডসেন্স এর জন্য আবেদন করা যায় যেহেতু এটি একটি গুগলের সার্ভিস।
গুগল এডসেন্স একাউন্ট এর প্রকারভেদঃ
- হোস্টেড একাউন্ট
- নন-হোস্টেড একাউন্ট
১। হোস্টেড একাউন্টঃ
২। নন হোস্টেড একাউন্টঃ
এডসেন্স একাউন্ট পাওয়া শর্তাবলীঃ
একটি গুগল অ্যাডসেন্স পেলেই শুধু হয় না। সেটির রক্ষা করাটাও অনেক ঝামেলার। নিয়ম-কানুন যদি সঠিকভাবে না মানা হয় তাহলে যেকোনো সময় একাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তবে যদি আপনি নিয়ম গুলো জেনে সঠিকভাবে কাজ করেন তাহলে খুব সহজেই Google AdSense থেকে সারা জীবন আয় করতে পারবেন। নিচে কিছু সাধারন নিয়মাবলী দিয়ে দিলাম যেগুলো প্রাথমিক অবস্তায় জানতে হয়।
- ওয়েব সাইটের আর্টিকেলগুলো একদম ইউনিক হতে হবে। কোন প্রকার কপি কন্টেন্ট Google AdSense গ্রহন করে না।
- কোন প্রকার Adult বা অশ্লীল কন্টেন্ট রাখা যাবে না।
- ওয়েব সাইটে কমপক্ষে ৩০ টির উপরে হাই কোয়ালিটি আর্টিকেল থাকতে হবে।
- ওয়েব সাইটে কিছু গুরুত্বপূর্ণ পেজ রাখতে হবে যেমন, About us, Contact us ও Terms & condition, privacy policy, disclaimer ইত্যাদি পেইজ গুলো থাকতে হবে।
- বর্তমান আপডেট অনুসারে Google AdSense বাংলা সাইট গ্রহন করে। তাই আপনি চাইলেই বাংলা কন্টেন্ট নিয়েও কাজ করতে পারবেন।
- সাইটে এমন কোনো বিষয় প্রকাশ করা যাবে না যেগুলো অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবে যেমন, উস্কানিমূলক পোস্ট।
কিভাবে এডসেন্স একাউন্টের জন্য আবেদন করবেন?
অ্যাডসেন্স একাউন্ট ব্যবহারের নিয়মাবলীঃ
- কখনোই নিজের সাইটে প্রকাশিত বিজ্ঞাপনে ক্লিক করবেন না।
- কাউকে আপনার সাইটের লিংক ও দেয়া যাবে না। এক আইপি থেকে অতিরিক্ত ক্লিক আসলে গুগল সেটাকে ধরতে পারে।
- এডসেন্স একাউন্ট পাওয়ার পর কোন এডাল্ট এড স্থাপন করা যাবে না।
- এক’ই কম্পিউটার থেকে দুইটি এডসেন্স একাউন্ট খোলা যাবে না। এমনকি দুইটা এডসেন্স একাউন্টে লগ-ইন করাও যাবে না। যদি কখনো করা হয় তাহলে দুটি একাউন্টই ডিজেবল করে দিবে
- আপনার একাউন্টে অন্য কারো কম্পিউটারে লগ-ইন করবেন না। বারে বারে আইপি পরিবর্তন করে সাইন-ইন করলে, একাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আপাদত এই বিষয়গুলো মেনে কাজ করলে আপনি একদম নিরাপদ থাকবেন। এবং গুগল অ্যাডসেন্স এর সাথে অনেকদিন ধরে কাজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।