কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়
আজকের এই পর্ব থেকে আমরা জানবো কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়, মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা, বা imei নাম্বার দিয়ে মোবাইল লোকেশন বের করা যায় কিভাবে।
বর্তমান এই যুগে প্রায় সবার হাতেই কম বেশি স্মার্টফোন রয়েছে। নিজের প্রিয় এই ফোনটি কেউ হারাতে চায় না।
কিন্তু বিভিন্ন কারনে অনেক সময় আমাদের হাতের স্মার্টফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। পরবর্তীতে হারিয়ে যাওয়া ফোনটি খুজার জন্য পুলিশ কেস পর্যন্ত আমাদের করতে হয়।
তাই আজকের এই আর্টিকেলে আমরা জানবো কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায় বা imei নাম্বার দিয়ে মোবাইল লোকেশন বের করা যায় কিভাবে।
তো চলুন জেনে নেই,
কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়
বর্তমানে সরাসরি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা সম্ভব না।এটা একমাত্র পুলিশরাই চাইলে বের করতে পারে। তারা মোবাইলের imei নাম্বার ট্র্যাকিং করে বাহির করতে পারে কোথায় একটি মোবাইলের লোকেশন রয়েছে।
এছাড়াও তারা বিভিন্ন মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার বা মোবাইল নম্বর ট্র্যাকার ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনটি খুজে বের করার জন্য।
তবে আপনি চাইলে কিছু এপ্স ব্যবহার করে লোকেশন বের করতে পারবেন কিন্তু সেগুলো বেশি কার্যকর হবে না।
কিছু থার্টপার্টি অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে যেগুলো ব্যবহার করে মোবাইল লোকেশন বের করা সম্ভব, কিন্তু সেটা উভয় ব্যক্তির ফোনে ইনস্টল থাকা লাগবে।
imei নাম্বার দিয়ে মোবাইল লোকেশন বের করা যায় কিভাবে
বর্তমানে হারিয়ে যাওয়া মোবাইল ফোন বের করার সবথেকে জনপ্রিয় উপায় হচ্ছে IMEI নাম্বার।
IMEI এমন একটি নাম্বার যে নাম্বারটি প্রতিটি স্মার্টফোনে রয়েছে আর এই নাম্বারটি একটি গোপনীয় কোড। আর এই কোডের সাহায্যে হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করা যায় এবং ফোনের সবরকম তথ্য খুঁজে পাওয়া যায়।
IMEI হচ্ছে একটি ইংরেজি সংক্ষিপ্ত রূপ যার পূর্ণরূপ হচ্ছে International Mobile Equipment Identity।
যাইহোক, চলুন এখন জেনে নেই, imei নাম্বার দিয়ে মোবাইল লোকেশন বের করা যায় কিভাবে?
IMEI নাম্বার দিয়ে মোবাইল খুজে বের করার আগে আপনার মোবাইলের IMEI নাম্বার জানতে হবে।
এটি জানার জন্য ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#০৬# নাম্বারে ডায়াল করলেই ১৫ ডিজিটের IMEI নাম্বার চলে আসবে।
তারপর সেই IMEI নাম্বার কপি করে মোবাইলের যেকোনো একটি ব্রাউজার থেকে এই ইএমআই চেকার ওয়েবসাইটে আপনার ইএমআই নাম্বারটি দিয়ে দিন।
তারপর Check এ ক্লিক করে দিবেন। এখন যে মোবাইলের IMEI নাম্বারটি দিয়েছেন সে মোবাইলের ছবি সহ সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন।
তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে “IMEI নাম্বারটি যেন সঠিক হয়”, নাহলে কোনো তথ্য আসবে না।এবং আপনার মোবাইল যদি নকল হয়ে থাকে তাহলেও আপনি কোনো তথ্য পাবেন না।
আপনি কি জানেন?
বিজ্ঞান কি। বিজ্ঞান কত প্রকার ও কি কি
গুগল অর্থ কি?গুগল কি একটা ওয়েবসাইট না সফটওয়ার
ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার গড়ুন
তাই যেকোনো মোবাইল কেনার আগে সেটির তথ্য বিটিআরসির কাছে আছে কিনা জেনে নিতে হবে।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস অনেক রয়েছে গুগল প্লে স্টোরে। তবে কিছু জনপ্রিয় এপস হচ্ছে Google Find my device, Spyic।
বর্তমানে Google Find my device ব্যবহার করে আপনি আপনার অথবা যেকারো ফোনের লোকেশান বের করতে পারবেন।
এই অ্যাপের মাধ্যমে যার ফোনের লোকেশান খুঁজছেন তার ফোনের ইমেল আর পাসওয়ার্ড লাগবে।
ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে Google Find এপসে লগিন করবেন। এরপর আপনি যার লোকেশান খুঁজছেন তর সমস্ত ডিটেইলস আপনি পেয়ে যাবেন।
অন্য আরেকটি এপস হচ্ছে Spyic।
Spyic এর মাধ্যমে শুধুমাত্র লোকেশন ট্র্যাকিং নয়, আরো অনেক কিছু করা যায় যেমন, ফোনের কল লিস্ট, কনট্যাক্ট, মেসেজ, ব্রাউজিং হিস্ট্রি ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখে নেওয়া যাবে।
তবে সমস্যা হচ্ছে, এই সফটওয়্যারটি আপনি বিনামূল্যে ইনস্টল করতে পারলেও সার্ভিস ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন নিতে হবে।
Spyic এর কোনও বিনামূল্যের সাবস্ক্রিপশন অথবা ফ্রি ট্রায়াল নেই তাই বেসিক প্ল্যানে মাসে আপনাকে 40 মার্কিন ডলার খরচ করতে হবে।
এখন চলুন জেনে নেই, মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা যায় কিভাবে?
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায়
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য অন্যতম একটি এপস হচ্ছে True caller app।
True caller app এর মাধ্যমে আপনি ফোনের নম্বর এর মালিক সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবেন তবে অবশ্যই উভয় পক্ষের একটি true caller এ একাউন্ট থাকতে হবে।
তাহলে যে নাম দিয়ে সে একাউন্ট খুলবে সেটা আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে।
এছাড়াও, কোনো true caller app ব্যাবহারকারী ব্যক্তি তার ফোনে কোনো নম্বর যে নামে সেভ করে রাখবেন আপনি true caller এ সেই নম্বর সার্চ করলে true caller এ দেখতে পাবেন।
তো এই ছিলো, কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়, মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা, বা imei নাম্বার দিয়ে মোবাইল লোকেশন বের করার উপায়।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।