কম দামী মোবাইল ঘড়ি price in bangladesh
আপনি কি স্মার্ট ঘড়ি বা স্মার্ট ওয়াচ অথবা মোবাইল ঘড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। কারন আজকের এই পর্বে আমরা সেরা ৫টি স্মার্ট ওয়াচ বা মোবাইল ঘড়ির দাম নিয়ে বিস্তারিত কথা বলবো।
তো চলুন শুরু করা যাক,
মোবাইল ঘড়ি price in bangladesh
বর্তমানে বাংলাদেশে অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ (mobile gori) পাওয়া যায়। যেমন, অ্যাপল স্মার্টওয়াচ, মটোরোলা, আসুস এবং সনি স্মার্ট ওয়াচ ইত্যাদি।
এই ব্র্যান্ডগুলোর মধ্যে বাছাই করা সেরা ১০টি কমদামি হাত ঘড়ি মোবাইল দাম নিয়ে আজকে রিভিউ দেয়া হবে।
এই স্মার্ট ওয়াচ বা মোবাইল ঘড়িগুলোর মধ্যে যেকোনো একটি বা দুইটি আপনার নিজের মতো করে অনলাইন থেকে সরাসরি অর্ডার করে কিনতে পারবেন।
Mobile watch price in bangladesh
১। A1 স্মার্ট ওয়াচ ios
A1 অ্যাপল কোম্পানির একটি স্মার্ট ওয়াচ যা আপনার স্মার্টফোনের সাথে লিঙ্ক করে ব্যবহার করতে পারবেন।
এই স্মার্টওয়াচটি Apple iPhone 6s, plus 6s, Samsung S6 edge plus এবং S6 Android-এর সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ এই স্মার্টওয়াচটি ব্লুতুথ ব্যবহার করে স্মার্টওয়াচকে সংযুক্ত করতে পারে।
নিজের করা কল ডাটা দেখতে চাইলেই গ্রাহক সেটা দেখতে পারবেন। ফোনের ডায়াল ফাংশনটি খুলে সেখানে সমস্ত মিসড কল, ডায়াল করা কল এবং প্রাপ্ত কলগুলি তাত্ক্ষণিকভাবে দেখা যাবে৷
স্মার্টওয়াচটি দিয়ে মোবাইল ফোনে গান চালানো যাবে, সিঙ্গেল সিম কার্ড বা মাইক্রো সিম কার্ড ব্যবহার করা যাবে। এমনকি আপনি ঘড়ি দিয়ে যেকোনো ছবিও তুলতে পারবেন।
এছাড়াও ভিডিও ক্যামেরা, অ্যালার্ম ঘড়ি এবং রেডিও সিস্টেম রয়েছে এই স্মার্টওয়াচটিতে।
অসাধারণ বৈশিষ্ট্যঃ
- সিঙ্গেল সিম কার্ড বা মাইক্রো সিম কার্ড সাপোর্ট করে
- ব্লুটুথ ডায়ালার, কল রিমাইন্ডার
- ডিসপ্লে-> 1.54 ইঞ্চি TFT LCD এবং 240 x 240 পিক্সেল ডিসপ্লে স্ক্রীন
- 380 mAh লিথিয়াম ব্যাটারি, যেটা প্রায় টানা 10+ ঘন্টা ব্যবহার করা যাবে
- নোটিফিকেশন এবং স্লিপ মনিটর ফিচার
- 32 এমবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে
- হোয়াটস অ্যাপ, ইন্টারনেট ব্রাউজার এবং ফেসবুক ব্যবহার করা যাবে
মোবাইল ঘড়ির দাম 2,200 টাকা
২। Y2 প্লাস অক্সিজেন স্মার্ট ওয়াচ
আপনি যদি এমন কোনো স্মার্টওয়াচ কিনতে চান যেটাতে রক্তচাপ, অক্সিজেন মাত্রা, হার্ট রেট পরিমাপ এবং নিজের ফিটনেস ট্র্যাক করা যায় তাহলে Y2 প্লাস অক্সিজেন স্মার্ট ওয়াচটি আপনার জন্য।
কারন এই স্মার্টওয়াচটিতে রয়েছে নিজের স্বাস্থ্যকে পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি যেমন, হার্ট রেট মনিটর, পেডোমিটার, স্লিপ মনিটর ইত্যাদি। এছাড়াও রয়েছে ফোন কল রিমাইন্ডার, মেসেজ রিমাইন্ডার।
এই স্মার্টওয়াচটি Waterproof মানে পানিতে পরলেও এটি ভিজে নষ্ট হবে না।
অসাধারণ বৈশিষ্ট্যঃ
- ব্লুটুথ ভার্সন রয়েছে ব্লুটুথ 4.0
- সম্পূর্ণ Waterproof সিস্টেম
- ফোন কল এবং মেসেজ রিমাইন্ডার
- হার্ট রেট, পেডোমিটার এবং স্লিপ মনিটর
- লক এবং অ্যালার্ম করার সিস্টেম রয়েছে একটি
- ব্যাটারি হচ্ছে লি-পলিমার 60mAh
- চার্জ করতে সময় নেয় প্রায় 90 মিনিট এবং একটানা ব্যবহার করা যাবে ২৫ দিন
- অ্যান্ড্রয়েড, আইওএস দুটোতেই সাপোর্ট করবে
মোবাইল ঘড়ির দাম 1,540 টাকা
৩। Y1s ক্যামেরার ব্লুটুথ স্মার্ট ওয়াচ
ভালো মানের ক্যামেরার স্মার্টওয়াচ কিনতে চাইলে Y1s ক্যামেরার ব্লুটুথ স্মার্ট ওয়াচটি সেরা হবে।
কারন ভালো মানের ক্যামেরার সাথে এই ওয়াচটিতে রয়েছে রিমোট কন্ট্রোল ক্যামেরা সাপোর্ট সিস্টেম। এছাড়াও ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ, পোলিশ, ইংরেজি, জার্মান সহ মোট ৮টি ভাষা সাপোর্ট করে এই ওয়াচটি।
ওয়াচটিতে এসএমএস, ফোন পুশ, ফোন রেকর্ড, রেকর্ডিং, অ্যালার্ম ঘড়ি সহ ব্লুটুথ ডায়াল সাপোর্ট করে।
স্মার্টওয়াচটিতে আরো আছে রেম, রম ৩২এম্বি এবং ব্যাটারি ব্যাটারি ক্ষমতা 380mAh যেটা প্রায় ১৫০ ঘন্টা ব্যবহার করা যাবে।
অসাধারণ বৈশিষ্ট্যঃ
- অপারেটিং ওএস অ্যান্ড্রয়েড, আইওএস সাপোর্ট করে
- রিমোট কন্ট্রোল ক্যামেরা সাপোর্ট করে
- TF কার্ড এক্সটেন্ড সাপোর্ট 32G ম্যাক্স
- 1.54 ইঞ্চি স্রিন এবং রেজোলিউশন: 240*240
- অ্যালার্ম ঘড়ি, মেমো, ওয়ার্ল্ড টাইম সাপোর্ট করে
মোবাইল ঘড়ির দাম 2,980 টাকা
৪। D29 Kingdo Smart Watch
DZ09 স্মার্ট ওয়াচটি বিশেষভাবে হাই ডেফিনিশন পিকচার ডিসপ্লের জন্য সর্বোত্তম। কারন এই স্ক্রিন সাইজের সাথে মিলিয়েই ডিজাইন করা হয়েছে যা আপনাকে অসাধারণ অভিজ্ঞতা দিবে।
এই ঘড়িতে দুটি মোড রয়েছে একটি হল ব্লুটুথ মোড, অন্যটি হল নেটওয়ার্ক মোড যেখানে সিম কার্ড ঢোকানো মাত্রই এখন আপনি নিজের ফোন বহন করার ঝামেলা ছাড়াই যেখানে খুশি যেতে করতে পারবেন।
এছাড়াও স্মার্টওয়াচটিতে আছে ডিসপ্লে: 1.56 ইঞ্চি TFT LCD এবং ক্যামেরা: 0.3 এমপি আর ছবি ফরম্যাট সাপোর্ট করে JPEG, GIF, BMP, PNG।
এই মোবাইল ঘড়ির দাম সবথেকে কম বর্তমান মার্কেটে।
অসাধারণ বৈশিষ্ট্যঃ
- মেমরি: রেম এবং রম 128M+64M সর্বচ্চ সাপোর্ট করে ৩২ জিবি
- 380 mAh সর্বাধিক ক্ষমতা পলিমার ব্যাটারি
- 1.56 ইঞ্চি TFT আল্ট্রা এইচডি এলসিডি ডিসপ্লের সাথে OGS ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন
- ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে
- ফোন বন্ধ করার জন্য অ্যান্টি-লস প্রযুক্তি রয়েছে
মোবাইল ঘড়ির দাম 810 টাকা
৫। Ex18 ব্লুটুথ ওয়াটার-প্রুফ স্মার্ট ওয়াচ
আপনি যদি দীর্ঘ ব্যাটারি লাইফ মোবাইল ঘড়ি কিনতে চান তাহলে EX18 স্মার্টওয়াচটি আপনার জন্য সেরা হবে। কারন এই স্মার্ট ঘড়িতে রয়েছে 550 mAh বোতাম সেল ব্যাটারি যা প্রায় 1 বছরের ব্যাটারি লাইফ দিবে আপনাকে।
স্মার্ট ঘড়িটির ডিসপ্লে রয়েছে 1.2” ইঞ্চি স্ক্রীন তবে স্মার্টওয়াচটিতে টাচ স্ক্রিন ডিসপ্লে নেই তবে। এটিতে ওয়াটার-প্রুফ সিস্টেম রয়েছে তাই পানিতে পড়ে নষ্ট হওয়ার ভয় নেই।
স্মার্টওয়াচটি একটি দ্রুত লো পাওয়ার প্রসেসর দ্বারা চালিত।
এছাড়াও আরো কিছু নতুন ফিচার রয়েছে এই স্মার্টওয়াচটিতে যেমন, পেডোমিটার, ক্যালোরি কাউন্টার, দূরত্ব কাউন্টার, অ্যালার্ম ফাংশন, স্টপ ওয়াচ, ক্যালেন্ডার, কল রিমাইন্ডার, মেসেজ রিমাইন্ডার, রিমোট ক্যামেরা।
অসাধারণ বৈশিষ্ট্যঃ
- সামাজিক অ্যাপ মাধ্যম যেমন, Twitter, Facebook, WhatsApp, Skype চালানো যাবে
- 550 mAh বোতাম সেল ব্যাটারি
- রয়েছে একটি TPU ব্যান্ড, চামড়া বা ধাতব ব্যান্ড
- FSTN ডিসপ্লে সহ একটি 1.2” ইঞ্চি স্ক্রীন রয়েছে
- অপারেটিং সিস্টেম: মালিকানাধীন ওএস
মোবাইল ঘড়ির দাম 1,239 টাকা
তো এই ছিলো, সেরা ১০টি স্মার্ট ওয়াচ বা মোবাইল ঘড়ির দাম ও বৈশিষ্ট্য সহ।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।