অন্যান্য

কালেমা শাহাদাত বাংলা অর্থ এবং ফজিলত

আজকের এই পর্বে আমরা জানবো কালেমা শাহাদাত কি, এর অর্থ কি, ইসলামে এর ভূমিকা কি?

তো চলুন শুরু করা যাক,

কালেমা শাহাদাত (kalima shahadat)

ইসলামের ৫টি ভিত্তি রয়েছে সেগুলোর মধ্যে কালিমা শাহাদাত হলো পঞ্চ ভিত্তির অন্যতম একটি ভিত্তি। ইমান বা বিশ্বাসের মূল কথা হলো এই কালিমা। কালিমা শাহাদাতের পুরো অর্থ হচ্ছে সাক্ষ্য বাণী।

কালিমা শাহাদাতে একটি সাক্ষ্যই দেয়া হয় সেটা হচ্ছে “আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি এক ও একক, তাঁর কোনো শরিক বা অংশীদার নাই; আর নিশ্চয়ই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তায়ালার অতি প্রিয় বান্দা ও তাঁর প্রেরিত রাসুল।”

এই সাক্ষ্য শুধু মুখে নয়, মনে প্রাণে শুদ্ধভাবে নিয়ত করে স্বীকার করতে হবে।

কালিমা শাহাদাত ফারসি এবং আরবি দুটো ভাষাতেই রয়েছে। ফারসি উচ্চারন হবে  ‘কালেমায়ে শাহাদাত’, আর আরবিতে হবে ‘কালেমাহ শাহাদাত’ বা ‘আল কালিমাতুশ শাহাদাত’।

কালেমা শাহাদাত বাংলা অর্থ

বাংলা উচ্চারণঃ

আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

ইংরেজি উচ্চারণঃ

Ashahado An Laa ilaaha illal Laho Wahdahoo Laa Shareeka Lahoo Wa Ash Hado Anna Mohammadan Abdo Hoo Wa Rasoolohoo.

বাংলা অর্থ :

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোন অংশীদার নেই | আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ(সাঃ ) আল্লার শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহ প্রেরিত রসূল।

কালেমা শাহাদাত

কালেমা শাহাদাত বাংলা ফজিলত

যখন মুসলমানরা নামায পড়ে তখন অবশ্যই অজু করতে হয়। আর এই অজু করার জন্য সওয়াব প্রাপ্তি হয় এবং অজু শেষে কালেমা শাহাদাত পাঠে বান্দার আমলনামায় যুক্ত হয় অতিরিক্ত একটি সওয়াব।

আপনি কি জানেন?

ফেরাউনের লাশ কোথায় পাওয়া যায়? ফেরাউনের জীবনী

গোসলের ফরজ কয়টি ও কি কি

কেউ যদি নিয়মিত অজু করে কালেমা শাহাদাত পাঠ করে তাহলে পরকালে বান্দার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে।

হজরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) ইরশাদ করেছেনঃ

‘তোমাদের মধ্যে যে ব্যক্তি সব নিয়ম-কানুনসহ উত্তমরূপে অজু করবে এবং শেষে কালেমা শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।’ – (মুসলিম : ২৩৪)।

আল্লাহ তায়ালা অতি সহজ এই আমলটি নিয়মিত করার এবং এই ফজিলত অর্জনের তওফিক দান করুন।

তো এই ছিলো, কালেমা শাহাদাত কি, কালেমা শাহাদাতের বাংলা অর্থ এবং এর ফজিলত। আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই আমলটি নিয়মিত করে ফজিলত অর্জনের তওফিক দান করুন।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!