WordPress Themes

Eduma এডুকেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে নিন

আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন এখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে শেখাবেন তাহলে এই পর্বটি আপনার জন্য। আজকের এই পর্বে আমি একটি প্রিমিয়াম এডুকেশনাল ওয়ার্ডপ্রেস থিম রিভিউ দিবো যার নাম হচ্ছে Eduma এবং থিমটি দিয়ে কিভাবে একটি প্রফেশনাল এডুকেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় সেটাও বলে দিবো।

তো চলুন শুরু করা যাক,

Eduma এডুকেশনাল ওয়ার্ডপ্রেস থিম সেটআপ প্রক্রিয়া

প্রথমেই জেনে নেই থিমে কিছু অসাধারণ বৈশিষ্ট্যঃ

  1. Eduma থিমটি ব্যবহার করে এডুকেশন ওয়েবসাইট, কোর্স ওয়েবসাইট, স্কুল কলেজের জন্য ওয়েবসাইট, বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়েবসাইট, বিভিন্ন ট্রেইনিং সেন্টারের জন্য ওয়েবসাইট তৈরি করা যাবে
  2. থিমটিতে ২০+ রেডিমেট ডেমো রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে কোডিং জ্ঞান ছাড়াই মাত্র ১ ক্লিকেই প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলা যাবে
  3. থিমটিতে রয়েছে জুম সুবিধা। যার মাধ্যমে খুব সহজেই জুমের সাহায্যে অনলাইন লাইভ ভিডিও ক্লাস নেয়া যাবে এবং সাথে অনলাইন কোর্স করানো যাবে
  4. থিমটিতে আরো রয়েছে কোর্স সার্টিফিকেট, এক্সাম কুইজ সুবিধা। শিক্ষার্থীরা খুব সহজেই কোর্স করে বা কিছু শিখে সেই স্কিলের উপর সার্টিফিকেট পাবে এবং সাথে টপিকের উপর সময়ানুযায়ী কুইজ প্রতিযোগিতা সিস্টেম আছে
  5. থিমটিতে কিছু প্রিমিয়াম এডন রয়েছে যেমন, পেমেন্ট নেয়ার জন্য 2checkout, Stripe, authorize.net  মেম্বারশিপের জন্য paid membership, এক্সাম মার্কের জন্য Gradbook, পয়েন্টের জন্য Mycred ইত্যাদি
  6. থিমে কোর্স রিভিউ সিস্টেম রয়েছে। শিক্ষার্থীরা চাইলেই খুব সহজেই কোনো কোর্সের রিভিউ দিতে পারবে
  7. থিমে সবার জন্য আলাদা আলাদা পেজ রয়েছে যেমন, শিক্ষকের জন্য, শিক্ষার্থীর জন্য
  8. থিমটি পুরোপুরি রেস্পসিভ। যেকোনো ডিভাইসে সহজেই একদম ফিট হয়ে যাবে। ওয়েবসাইট কখনো ভাংবে না
  9. যেকেউ চাইলেই ওয়েবসাইট থেকেই কোর্স কিনতে পারবে, কোর্স করতে পারবে, আবার লাইভ ক্লাস করতে পারবে।
  10. এছাড়াও ওয়েবসাইটে এফিলিয়েট সিস্টেম রয়েছে যার মাধ্যমে যেকেউ ওয়েবসাইটকে প্রমোট করার মাধ্যমে ইনকাম করতে পারবে
  11. থিমে আরো রয়েছে মেগামেনু, ইভেন্ট ম্যানেজার, সিকিউর ডাটা সিস্টেম, রিভিউ/রেটিং, মাল্টি ভাষা সাপোর্ট, কমিশন সিস্টেম ইত্যাদি

তাই আপনার যদি এডুকেশন ওয়েবসাইট তৈরি করার দরকার হয় তাহলে এই থিমটি আপনার জন্য বেস্ট চয়েজ হবে। থিমটি ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। আপনাদের ডাউনলোড করার সুবিধার্থে গুগল ড্রাইভ লিঙ্ক দেয়া হলো।থিমটি নিজে প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারবেন এবং সাথে ক্লাইন্টের কাজও করতে পারবেন তবে ক্লাইন্টের কাজ করার জন্য লাইসেন্স সহ অরিজিনাল থিমটি কিনে নেয়া উত্তম হবে। কারন এটা হচ্ছে থিমের জিপিএল ভার্সন। যাইহোক, থিমটি ডাউনলোড করার পর একটি জিপ ফাইল পাবেন সেটিকে আনজিপ করতে হবে।

আরো পড়ুন

  1. হোস্টিং সার্ভার থেকে ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল দিতে হয়
  2. ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়
  3. প্রিমিয়াম ইকমার্স ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে নিন
  4. প্রিমিয়াম সিভি/রিজিউম ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে নিন
  5. প্রিমিয়াম পোর্টফলিও ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে নিন

এখন চলুন আপনাকে বলে দেই এই Eduma থিমটি কিভাবে ইন্সটল করতে হয় এবং পুরোপুরি সেটআপ কিভাবে দিতে হয়।

থিমটি ইন্সটল করার জন্য প্রথমেই আপনার হোস্টিং সার্ভারের কিছু জিনিস কনফিগার করতে হবে। যেমন, রেম, পিএইচপি ভার্সন, আপলোড সাইজ, মেমরি লিমিট ইত্যাদি। নিচের বিষয়গুলো অবশ্যই কনফিগার করতে হবে নাহলে থিমটি ইন্সটল করা যাবে না।

  • upload_max_filesize = 32M
  • post_max_size = 32M
  • max_execution_time = 300
  • max_input_time = 300
  • memory_limit = 256M

Eduma থিমটি ইন্সটল করার জন্য প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Appearance > Themes > Add New এ যেতে হবে। তারপর ডাউনলোড করা থিমের জিপ ফাইল আপলোড করতে হবে এবং একটিভ করতে হবে। ইন্সটল হওয়ার সাথে সাথে কিছু প্লাগিন ইন্সটল করতে হবে যেগুলো থিমের সাথে এসেছে। এগুলো ইন্সটল না করলে থিমের সাথে পুরোপুরি কাজ করা যাবে না।

সবগুলো প্লাগিন ইন্সটল করার পর এখন ডেমো ইমপোর্ট করতে হবে। এই থিমের সাথে ২০ এর অধিক প্রিমিয়াম ডিজাইনের রেডিমেট ডেমো রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যাবে কোনোরকম কোডিং জ্ঞান ছাড়াই। তাই এখন আমাদের সেই ডেমো ইমপোর্ট করতে হবে।

ডেমো ইমপোর্ট করার জন্য Eduma > Import Demo এ যেতে হবে।এরপর পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। এই থিমটি ৩টি পেজ বিল্ডারের দিয়ে ডিজাইন করা হয়েছে। যেমন এলিমেন্টর, ভিসি কম্পসার, সাইট অরিজিন। আপনি যেই পেজ বিল্ডার পারেন সেই পেজ বিল্ডারটি সিলেক্ট করবেন। পেজ বিল্ডার সিলেক্ট করার পর সবগুলো রেডিমেট ডেমো দেখাবে। সেখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করলেই ডেমো ইমপোর্ট হয়ে যাবে। এরপর ওয়েবসাইটটি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। আপনি নিজে যদি পারেন তাহলে ভালো। আর যদি না পারেন তাহলে কোনো ওয়েব ডেভেলপারকে হায়ার করতে পারেন।

যাইহোক, এই ছিল Eduma এডুকেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড এবং সেটআপ করার নিয়মাবলী। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।

Shahab Uddin Chowdhury

I am Sajid Imon, Professional Web Designer and WordPress developer.

Don`t copy text!