Antidote মেডিক্যাল ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে নিন
স্বাস্থ্য অথবা মেডিক্যাল সার্ভিসের জন্য যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার প্রয়োজন একটি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম যেখানে একটি মেডিক্যাল সার্ভিস দেয়ার জন্য যা যা প্রয়োজন তার সব রয়েছে। আর তাই আজকের এই পর্বে আমি একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম রিভিউ করবো যেটার মাধ্যমে একটি প্রফেশনাল মেডিক্যাল ওয়েবসাইট তৈরি করা যাবে। থিমটির নাম হচ্ছে Antidote। এই থিমটি দিয়ে আপনি যেকোনো ধরনের মেডিক্যাল সার্ভিস দেয়ার জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক,
Antidote ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড এবং সেটআপ প্রক্রিয়া
প্রথমেই Antidote থিমের কিছু অসাধারণ বৈশিষ্ট্য জেনে নেই
- এই থিমটি স্বাস্থ্য এবং মেডিক্যাল সার্ভিস দেয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। মেডিক্যাল সম্পর্কিত যেকোনো ধরনের সার্ভিস, প্রোডাক্ট কেনা বেচাও করা যাবে
- থিমটি ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় পেজ বিল্ডার ভিসি কম্পসার দিয়ে তৈরি করা হয়েছে। এবং সাথে আছে ৫০+ রেডিমেট ডিজাইন যেগুলো ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট ডিজাইন করে ফেলা যাবে তাও আবার কোডিং জ্ঞান ছাড়াই
- প্রফেশনাল স্লাইডার তৈরি করার জন্য রয়েছে প্রিমিয়াম স্লাইডার প্লাগিন এবং সাথে ডেমো ডাটা
- থিমটি পুরোপুরি রেস্পন্সিভ, যেকোনো ডিভাইসে খুব অনায়াসে দেখা যাবে। কোনোরকম ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা নেই
- থিমটিতে রয়েছে one click demo importer প্লাগিন যার সাহায্যে থিমের সাথে যেই রেডিমেট ডেমো রয়েছে সেগুলো ওয়েবসাইটে ইমপোর্ট করা যাবে
- থিমটি অনেকগুলো দেশের ভাষা সাপোর্ট করে। খুব সহজেই নিজের দেশের ভাষায় ট্রান্সলেট করা যাবে ওয়েবসাইট মাত্র এক ক্লিকেই
- এছাড়াও রয়েছে আনলিমিতেড কালার, পেরালাক্স ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড এ যেকোনো ছবি বা ভিডিও এড করার সুবিধা
- থিমের সাথে রয়েছে WordPress Booking Appointment প্লাগিন যার দাম ৪৯ ডলার। এই প্লাগিনের মাধ্যমে ওয়েবসাইটে বুকিং সুবিধা যোগ করা যাবে। রোগী বা কাস্টমাররা খুব সহজেই এডভান্স বুকিং করে রাখতে পারবে
এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে থিমটির মধ্যে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে এই থিমটি ব্যবহার করার মাধ্যমে একটি মেডিক্যাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। থিমটি ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। থিমটি ডাউনলোড করার পর জিপ ফাইল পাবেন। প্রথমে সেটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার পর লাইসেন্স সহ থিমের মেইন ফাইল পাবেন। সেখান থেকে থিমের মেইল ফাইলে কিছু ফোল্ডার দেখতে পাবেন যেমন, লাইসেন্সিং, প্লাগিন, ডেমো ডাটা ইত্যাদি। এগুলোর সাথে জিপ করা থিমের মেইল ফাইল রয়েছে সেটিকে ওয়েবসাইটে ইন্সটল করতে হবে। চলুন এখন জেনে নেই থিমটি কিভাবে ইন্সটল করতে হয় এবং সেটাপ দিতে হয়।
আরো পড়ুন
- কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয়
- ইকমার্স প্রিমিয়াম থিম ফ্রিতে ডাউনলোড করে নিন
- পোর্টফলিও প্রিমিয়াম থিম ফ্রিতে ডাউনলোড করে নিন
- সিভি/রিজিউম প্রিমিয়াম থিম ফ্রিতে ডাউনলোড করে নিন
- এডুকেশনাল ওয়ার্ডপ্রেস থিম ফ্রিতে ডাউনলোড করে নিন
Antidote থিমটি সেটআপ করার জন্য প্রথমেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ গিয়ে থিম অপ্সন থেকে থিমটি আপলোড করতে হবে। এই থিমের কোনো চাইল্ড ভার্সন নেই। তাই অরিজিনাল ভার্সনটাই ইন্সটল করে একটিভেট করতে হবে। থিমটি একটিভ করার পর কিছু প্লাগিন ইন্সটল করতে হবে যেগুলো এই থিমের সাথে সম্পর্কিত। এগুলো ইন্সটল না করলে থিমের সাথে পুরোপুরি কাজ করা যাবে না।তাই সবগুলো প্লাগিন ইন্সটল করে তারপর একটিভ করতে হবে। এখন থিমের সাথে যেই ডেমো রয়েছে সেটা ইমপোর্ট করতে হবে।
ডেমো ডাটা ইমপোর্ট করার জন্য Tools>import এ যেতে হবে। এরপর ওয়ার্ডপ্রেস অপশনটি ইন্সটল করতে হবে। তারপর থিমের সাথে যেই ডেমো ডাটা নামে একটি ফোল্ডার রয়েছে সেখান থেকে একটি একটি করে সব ফাইল আপলোড করতে হবে। আপলোড করার পর এখন প্রথমেই আপনাকে সেটিং থেকে রিডিং অপ্সনে যেতে হবে। এরপর হোমপেজ হিসেবে একটি পেজ সিলেক্ত করতে হবে।পেজ সিলেক্ত করার পর এখন ওয়েবসাইটের মেনু সেটআপ দিতে হবে। মেনু সেটআপ দেয়ার পর আপনি নিজের ওয়েবসাইট এ গেলে দেখবেন ডিজাইন পরিবর্তন হয়ে গেছে।এরপর নিজের মতো করে ওয়েবসাইট টি কাস্টমাইজ করে নিতে হবে।
অন্যসব থিমের মতো এই থিমে রেডিমেট ডেমো ইমপোর্ট সিস্টেম নেই। তাই ম্যানুয়ালি ইমপোর্ট করতে হবে।যাইহোক, এই ছিল কিভাবে Antidote প্রিমিয়াম থিমটি ডাউনলোড করে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় তার পরিপূর্ণ গাইডলাইন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
এছাড়াও আপনি যদি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইউটিউবিং, টেকনোলজি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স, ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। কারন আমি প্রতিনিয়ত ডিজিটাল স্কিল বিষয়ক টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি আমার চ্যানেলে।